Advertisment

"আপনারা দেশকে শান্তিতে থাকতে দেবেন না": অযোধ্যা নিয়ে রায় সুপ্রিম কোর্টের

ফেব্রুয়ারি মাসে প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী শীর্ষ আদালতে আবেদন করে বিতর্কিত রাম মন্দিরের জমিতে উপাসনার অধিকারের মৌলিক অধিকার লাগু করাতে চেয়েছিলেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court

কলেজিয়ামের তরফ থেকে গত ১২ এপ্রিল কেন্দ্রের কাছে পদোন্নতির সুপারিশের ফাইল পাঠানো হয়েছিল

অযোধ্যার অবিতর্কিত অংশে প্রার্থনা করার অনুমতি দিল না দেশের শীর্ষ আদালত। এখানেই শেষ নয়, আবেদনকারীদের উদ্দেশে কড়া কথাও বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আপনারা কিছুতেই দেশকে শান্তিতে থাকতে দেবেন না। সবসময়ে কিছু না কিছু হবেই।

Advertisment

আবেদনকারীকে এলাহাবাদ হাইকোর্ট যে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল, সে নির্দেশকেও প্রত্যাহার করার আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন, রাম মন্দির কি ভোট টানতে পারবে?

এর আগে এ ধরনের একটি আবেদন করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। সেখানে বিতর্কিত অংশে নমাজ পাঠের অনুমতি চাওয়া হয়েছিল। সে আবেদনের প্রেক্ষিতে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল হাইকোর্ট।

ফেব্রুয়ারি মাসে প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী শীর্ষ আদালতে আবেদন করে বিতর্কিত রাম মন্দিরের জমিতে উপাসনার অধিকারের মৌলিক অধিকার লাগু করাতে চেয়েছিলেন।

Read the Full Story in English

Ram Temple Ayodhya
Advertisment