সোশাল মিডিয়া-ওয়েব নিউজজুড়ে ভুয়ো খবরে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! অবিলম্বে নিয়ন্ত্রণের আর্জি

Supreme Court: পর্যবেক্ষণ, ‘ওয়েব পোর্টালের খবরে কারও হাত থাকে না। তাই সেই খবরে সাম্প্রদায়িক রঙ লাগানোর উদ্দেশ্য থাকে।'

Supreme Court: পর্যবেক্ষণ, ‘ওয়েব পোর্টালের খবরে কারও হাত থাকে না। তাই সেই খবরে সাম্প্রদায়িক রঙ লাগানোর উদ্দেশ্য থাকে।'

author-image
IE Bangla Web Desk
New Update
SC raps Centre over Tribunals Reforms Act

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

Supreme Court: সামাজিক মাধ্যম এবং ওয়েব নিউজে প্রচারিত ভুয়ো খবর নিয়ে উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই খবরগুলোর কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই বাইরে দেশের প্রতি বিরূপ বার্তা যাচ্ছে। সম্প্রতি এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। করোনা সংক্রমণ ছড়ানোয় তাবলিঘি জামাতের হাত রয়েছে। এই সংক্রান্ত একাধিক খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে।

Advertisment

সেই প্রচারের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা ঠুকেছে জমিয়তে উলেমা হিন্দ। এই মিথ্যা খবর রটানোর পিছনে যাদের হাত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানান হয়েছে সেই মামলায়। সেই মামলার শুনানিতে বিচারপতি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ওয়েব পোর্টালের খবরে কারও হাত থাকে না। তাই সেই খবরে সাম্প্রদায়িক রঙ লাগানোর উদ্দেশ্য থাকে। এটাই সমস্যা। এই ধরনের প্রচারে দেশের নাম খারাপ হয়।‘  

সামাজিক মাধ্যমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের মন্তব্য, ‘ট্যুইটার, ফেসবুক এবং ইউ টিউব বিচারকের প্রশ্নের উত্তর দেয় না। বরং কোনওরকম গ্রহণযোগ্যতা ছাড়াই প্রতিষ্ঠানবিরোধিতায় খবর করে। একমাত্র প্রভাবশালী মহলের কাছেই তারা জবাবদিহি দেয়।‘

Advertisment

উষ্মা প্রকাশ করে বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আপনি ইউ টিউবে গেলে এমন অনেক ভুয়ো খবর পাবেন। যেগুলো কোনওরকম নজরদারি ছাড়া প্রচারিত। যে কেউ ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে। ভুয়ো খবর, ওয়েব নিউজ এবং ইউ টিউব চ্যানেল পরিচালনায় কোনও নিয়ন্ত্রণ নেই।‘

এই শুনানিতে কেন্দ্রের পক্ষে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, ‘দেশের সংশোধিত তথ্য-প্রযুক্তি আইন এই ধরনের প্রচার সংশোধনেই ব্যবহার করা হবে।‘  

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামেপড়তেথাকুন

fake news Social Media IT ACT Solicitor General Tablighi Jamat supreme court