Advertisment

সিবিআই-ইডির 'অপব্যবহারের' বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের, এপ্রিলেই শুনানি

পিটিশনে অভিযোগ করা হয়েছে যে তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার অপব্যবহার করছে

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court suspends CBI-ED probe into municipal recruitment corruption

সুপ্রিম কোর্ট।

সিবিআই-ইডির 'অপব্যবহারের' বিরুদ্ধে পিটিশন দাখিল শীর্ষ আদালতে, ৫ ইএপ্রিল শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। সিবিআই-ইডির 'অপব্যবহারের' অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১৪ টি বিরোধী দল। পিটিশনে বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে ইডি এবং সিবিআইকে বিরোধী শিবিরের কন্ঠ রোধ করতে যথেচ্ছ ব্যবহার করছে কেন্দ্র। ১৪টি রাজনৈতিক দলের দায়ের করা পিটিশনে বলা হয়েছে দেশের গণতন্ত্র বিপন্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই সঙ্গে পিটিশনে আরও বলা হয়েছে কোন তদন্তকে প্রভাবিত করার চেষ্টা এই পিটিশনের মাধ্যমে করা হয়নি।

Advertisment

দেশের ১৪টি বিরোধী দল শুক্রবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছে এবং বলেছে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিরোধী রাজনৈতিক দলগুলির কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রের তরফে ইডি-সিবিআইয়ের মত প্রতিষ্ঠানকে অপব্যবহার করা হচ্ছে। যে ১৪টি দল এদিন ইডি-সিবিআইকে দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করেছে তারা হলেন, কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, আরজেডি এবং তৃণমূল কংগ্রেস সহ ১৪টি রাজনৈতিক দল।

পিটিশনে অভিযোগ করা হয়েছে যে তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার অপব্যবহার করছে। সেই সঙ্গে বলা হচ্ছে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধীদলের কন্ঠরোধের চেষ্টা করা হচ্ছে যার ফলে দেশের গণতন্ত্র হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। বিরোধীশিবিরের দায়ের করা সেই আবেদনের শুনানি করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। ৫ ই এপ্রিল এ বিষয়ে শুনানি হবে। পিটিশনে বিরোধী দলগুলি বলেছে যে ইডি এবং সিবিআইকে বিরোধী নেতাদের গ্রেফতার করতে যথেচ্ছভাবে ব্যবহার করছে কেন্দ্র।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জনতা দল ইউনাইটেড, ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরে), ন্যাশনাল কনফারেন্স, , জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, সিপিআই, সিপিএম এবং ডিএমকে সহ ১৪টি দল পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্ট।

supreme court ED cbi
Advertisment