Advertisment

মহিলা আইনজীবীদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি মঙ্গলবার

বিচারপতি দীপিকা গুপ্তা ও সূর্য কান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ একে 'গুরুগম্ভীর বিষয়' আখ্য়া দিয়ে বলেছেন, আইনজীবী ইন্দু কাউলের দাখিল করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। 

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট।

আদালতে মহিলা আইনজীবীদের নিরাপত্তার বিষয় নিয়ে আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত এ আবেদন শোনার ব্য়াপারে সম্মত হয়েছে। আগামী ২৫ জুন এই শুনানি হবে। সম্প্রতি উত্তর প্রদেশের বার কাউন্সিলের সদস্য় দর্বেশ সিং যাদবকে আগ্রা আদালত চত্বরে গুলি করে খুন করা হয়। সে ঘটনার পরিপ্রেক্ষিতেই মহিলা আইনজীবীদের নিরাপত্তার প্রশ্নটি সামনে উঠে এসেছে।

Advertisment

বিচারপতি দীপিকা গুপ্তা ও সূর্য কান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ একে 'গুরুগম্ভীর বিষয়' আখ্য়া দিয়ে বলেছেন, আইনজীবী ইন্দু কাউলের দাখিল করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার।

বার কাউন্সিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দর্বেশ সিং যাদবকে তিনবার গুলি করা হয়। আততায়ী আরেক আইনজীবী মণীশ শর্মা দর্বেশের দীর্ঘদিনের সহযোগী ছিলেন।

আগ্রা আদালত চত্বরে দর্বেশ যাদবের মৃত্যুর পর রাজ্য় সরকার জানিয়েছে হাইকোর্ট ও জেলা আদালতগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্য়াপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

supreme court
Advertisment