Advertisment

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক! হানা দিয়েছে ব্রাজিলিয়ান হ্যাকাররা

আবারও দেশের ওয়েবসাইটে হানা দিল হ্যাকাররা। এবার হ্যাকারদের কবলে পড়ল দেশের শীর্ষ আদালতের ওয়েবসাইট।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, website hacked

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটাই দেখা যাচ্ছিল।

আবারও দেশের ওয়েবসাইটে হানা দিল হ্যাকাররা। এবার হ্যাকারদের কবলে পড়ল দেশের শীর্ষ আদালতের ওয়েবসাইট। বৃহস্পতিবার বিকেলের দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করার খবর মিলেছে বিভিন্ন মহলে। ‘লাইভ ল’-এর খবর অনুযায়ী জানা গেছে, দেশের সর্বোচ্চ আদালতের ওয়েবসাইট হ্যাকের পিছনে রয়েছে ব্রাজিলের হ্যাকারদের হাত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে মেনে নিয়েছে তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রক, এ খবর দিয়েছে ‘দ্য হিন্দু’। এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুললেই কম্পিউটার স্ক্রিনে ভেসে আসছে ব্ল্যাঙ্ক পেজ, যাতে লেখা ‘সাইট আন্ডার মেইনটেনেন্স’।

Advertisment

supreme court, website সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুললে দেখাচ্ছে এই ব্ল্যাঙ্ক পেজ।

স্ক্রিনশটে “hackeado por HighTech Brazil HackTeam”, একথাটি প্রথমে দেখা গিয়েছিল। এই স্ক্রিনশটটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ওই স্ক্রিনশটে পর্তুগিজ ভাষায় একটি বাক্য লেখা রয়েছে। গুগল ট্রান্সস্লেট করলে যার মানে হয়,‘আই লভ ইউ, বিউটিফুল গার্ল, বেস্ট ফ্রেন্ড আই এভার হ্যাড অ্যান্ড স্মাইল মাই লিটল গার্ল’।

এদিকে আজই বিচারপতি লোয়ার মৃত্যুর ঘটনায় রায় দেয় দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন, প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইটে সাইবার হানা! তদন্ত শুরু

অন্যদিকে কিছুদিন আগেই দেশের প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইটও হ্যাকারদের কবলে পড়ে। চিনা হ্যাকাররা দেশের প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইট হ্যাক করেছিল বলে জানা গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটও সাইবার ক্রাইমের শিকার হয়।

supreme court cyber crime national news
Advertisment