সার্জ প্রাইসিং নিয়ে সরকারি ফরমান মানতে নারাজ ওলা উবের

পরিবহণ দপ্তর স্পষ্ট নির্দেশ দিয়েছিল, অফিস টাইম অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্জ প্রাইস বরাদ্দ করতে পারবে না ওলা-উবেরের মতো সংস্থাগুলি।

পরিবহণ দপ্তর স্পষ্ট নির্দেশ দিয়েছিল, অফিস টাইম অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্জ প্রাইস বরাদ্দ করতে পারবে না ওলা-উবেরের মতো সংস্থাগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
uber-cab

সার্জ প্রাইসিং নিয়ে রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ কার্যত উপেক্ষা করল শহরের দুই মূল অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবের। অফিস টাইমে সার্জ প্রাইস চাওয়া যাবে না, এই নিষেধাজ্ঞা মানতে তারা নারাজ বলে জানিয়ে দিয়েছে দুটি সংস্থাই। উল্টে তারা জানিয়েছে, অ্যাপ ক্যাবে উঠলেই দিতে হবে ৪০ টাকা৷ আজই রাজ্যকে এই মর্মে বার্তা দিয়েছে দুই সংস্থাই৷

Advertisment

এর আগে যাত্রী সুরক্ষার স্বার্থে এবং ওলা-উবেরে যাত্রী হয়রানি রুখতে উদ্যোগী হয়েছিল পরিবহন দপ্তর। এক আধিকারিক জানিয়েছেন, ওই দুই সংস্থার কাছে চালকদের পুলিশ ভেরিফকেশন চেয়ে পাঠানো হয়েছিল। কারণ পরিবহণ দফতর খতিয়ে দেখতে চাইছে কারা গাড়ি চালাচ্ছেন। তাঁদের রেকর্ড কী রয়েছে। নতুন যারা চালক হিসাবে যোগ দেবেন তাঁদেরও আগে পুলিশ ভেরিফিকেশন করে নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: এক মাসে একটি গাড়ি, ন্যানোর দিন ঘনিয়ে এল?

Advertisment

মহানগরে প্রায় ৪৫ হাজার অ্যাপ ক্যাব নথিভুক্ত রয়েছে পরিবহণ দপ্তরে। সূত্রের খবর, তার মধ্যে ২৫,০০০ ক্যাব প্রতিদিন রাস্তায় নামে। কিন্তু মাঝেমধ্যেই ওলা এবং উবের চালকদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার এবং আরও কিছু বিষয়ে অভিযোগ আনেন যাত্রীরা। গন্তব্যস্থলের আগেই নামিয়ে দেওয়া, ভাড়ার বাইরে টাকা দাবি করা, এমনকী শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে চালকদের একাংশের বিরুদ্ধে।

পাশাপাশি, অ্যাপ-ক্যাবের সার্জ প্রাইসিংয়ে লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার, যাতে ইচ্ছেমতো ভাড়া ধার্য করতে না পারে ওলা-উবের ক্যাব সংস্থা। সেক্ষেত্রে, যাত্রীদের থেকে কোনভাবেই ৪৫ শতাংশের বেশি সার্জ প্রাইস বা বর্ধিত ভাড়া নেওয়া যাবে না।

বুধবার ওলা এবং উবের এই দুই সংস্থার সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় অ্যাপ ক্যাবের বিভিন্ন দিক নিয়ে। পরিবহণ দপ্তর স্পষ্ট নির্দেশ দিয়েছিল, অফিস টাইম অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্জ প্রাইস বরাদ্দ করতে পারবে না ওলা-উবেরের মতো সংস্থাগুলি। সরকারি নির্দেশ সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা তা জানাতে হবে সরকারকে। প্রতি মাসে রাজ্যকে নিজেদের সার্জ সংক্রান্ত সমস্ত বিবৃতি জমা দিতে হবে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে। ওই তালিকায় থাকবে প্রাথমিক ভাড়া সংক্রান্ত বিবৃতিও। খুব শীঘ্রই এই প্রস্তাব কার্যকর হবে বলে জানিয়েছিল পরিবহন দফতর।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নেই? তাহলে বাইক কেনার কথা ভুলে যান!

এর আগেও মাত্রাতিরিক্ত সার্জ প্রাইসে আপত্তি জানিয়েছিলেন রাজ্য সরকার। কোন ভিত্তিতে ওই সংস্থাগুলি এই বেশি ভাড়া নেয়, সংস্থাগুলির কাছে জানতে চেয়েছিলেন রাজ্য সরকার। ক্যাব সংস্থাগুলির বক্তব্য, গাড়ির চাহিদা এবং জোগানের ভিত্তিতেই সার্জ প্রাইস নেওয়া হয়। এমন নিয়মে আপত্তি জানিয়েছিল পরিবহন মন্ত্রক। এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি বিবৃতি জমা দেওয়ার কথা ছিল অ্যাপ ক্যাপ সংস্থাগুলির।

west bengal transport minister uber