Advertisment

সুশান্তকাণ্ড: রিয়ার মামলায় পক্ষ হতে চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র

মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো বিহার পুলিশ। মুম্বই পুলিশ রিয়ার পক্ষে বলে দাবি বিহার পুলিশের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইডি দফতরে রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর আবেদনের মামলায় নিজেকে পক্ষ করতে চায় কেন্দ্রীয় সরকার। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। এদিকে, রিয়ার বিরুদ্ধে বিহারে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। সেই এফআইআর বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়েছেন রিয়া। আগামী সপ্তাহে এ মামলার শুনানি।

Advertisment

''যেহেতু এ ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই, সেজন্য় কেন্দ্র এ মামলার একটি পক্ষ'', শীর্ষ আদালতে সরকার এমনটাই জানিয়েছে শুক্রবার।

এদিন, ইডির দফতরে হাজির হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তকাণ্ডে আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি ডেকে পাঠানোয় সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন রিয়া। তবে তা খারিজ করে দেয় ইডি। ৮ই অগাস্ট সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও ডেকে পাঠিয়েছে ইডি।

এদিকে ছেলের রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী সহ মোট ছয় জনের বিরুদ্ধে বিহার পুলিশে এফআইআর দায়ের করেছেন সুসান্তের বাবা কেকে সিং। সেই মামলা মুম্বইতে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন রিয়া। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এদিন শীর্ষ আদালতে বিহার সরকার অভিনেত্রীর সেই আবেদনের খারিজের পক্ষে সওয়াল করেছে। গত বুধবারই সুপ্রিম কোর্ট রিয়ার আবেদনের প্রেক্ষিতে বিহার সরকারের কাছ থেকে প্রতিক্রিয়া তলব করেছিল। এর আগে বিহার সরকারের পক্ষে গোটা ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করা হয়।

এফিডেবিটে পাটনার সিনিয়ার পুলিশ সুপার উপেন্দ্র শর্মা আইনজীবী কেশব মোহন মারফত আদালতে জানান, দেওয়ানী মামলার মত করে ফৌজদারি মামলা প্রক্রিয়া অন্য়ত্র বদল করা যায় না। এছা়ড়াও জানানো হয়, মৃত সুশান্ত সিং রাজপুতের বাবা অভিযোগে জানিয়েছেন যে, ২০১৯ সালে রিয়ার সঙ্গে তাঁর ছেলের ঘনিষ্টতা হয়েছিল। তবে কোটি টাকা হাতানোর লক্ষ্যেই সেই ঘনিষ্টতা। সুশান্ত অভিনয় জগৎ ছেড়তে চেয়ে জৈব চাষ শুরু করতে আগ্রহী হলেও রিয়াই তাকে তা করতে দেয়নি বলে দাবি কেকে সিংয়ের। সুশান্তকে রিয়া পাগল প্রতিপন্ন করতে চেয়েছিল বলেও অভিযোগ তাঁর।

এদিকেবৃহস্পতিবারের মধ্যে কোয়ারেন্টিন থেকে বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে না ছাড়লে আইনি পদক্ষেপ করা হবে- বিহার পুলিশের এই হুঁশিয়ারির পর শুক্রবার সকালে আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিন মুক্ত করে বৃহন্মুম্বই পুরনিগম। এ সম্পর্কে আদালতে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিহার পুলিশ। মুম্বই পুলিশ রিয়ার পক্ষে বলে দাবি বিহার পুলিশের।

সুশান্ত সিং মৃত্যুকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই সিবিআই রিয়া চক্রবর্তী সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ED Sushant Singh Rajput
Advertisment