সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু আত্মহত্য়া না খুন? গত ৪ মাস পরও এখনও পর্দার ‘ধোনি’র মৃত্য়ুরহস্য়ের কিনারা করতে পারেননি তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে এবার বিস্ফোরক দাবি করলেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং। সুশান্ত আত্মঘাতী হননি, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী।
এ প্রসঙ্গে বিকাশ সিংয়ের দাবি, সুশান্তের ছবি তিনি এমসের এক ডাক্তারকে পাঠিয়েছিলেন। সেই চিকিৎসকই বলেছেন, যে ছবি পাঠানো হয়েছে, তা দেখে ২০০ শতাংশ নিশ্চিত সুশান্তকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এটা আত্মহত্য়া নয়। এদিন টুইটারে ওই আইনজীবী লিখেছেন, ”সুশান্তের আত্মহত্য়ার বদলে খুনের মামলা রুজু করার সিদ্ধান্ত নিতে সিবিআই এত দেরি করছে দেখে হতাশ”।
আরও পড়ুন: কীভাবে মাদক তদন্তে যুক্ত হল বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম?
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্য়াটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলিউডের বর্তমান প্রজন্মের অন্য়তম উজ্জ্বল মুখ সুশান্ত সিং রাজপুতকে। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় তোলপাড় পড়ে যায় বলিউডে। সুশান্ত অবসাদে আত্মহত্য়া করেছেন বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ। কিন্তু কেন তিনি আত্মহত্য়া করলেন? নাকি তাঁর মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও রহস্য় লুকিয়ে রয়েছে, তার কিনারায় তদন্তে নেমেছে সিবিআই , ইডি-র মতো তদন্তকারী সংস্থা।
গত ২৫ জুলাই পটনায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। এরপর এফআইআর মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করা নিয়ে আদালতের দ্বারস্থ হন রিয়া। পাশাপাশি সুশান্তের মৃত্য়ুর তদন্তভার সিবিআই-কে হস্তান্তর করার দাবি ওঠে বিভিন্ন মহলে। শেষমেশ সুশান্তকাণ্ডের তদন্তে যোগ দেয় সিবিআই। অন্য়দিকে, সুশান্তের অ্য়াকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। এই তদন্তে হাত লাগিয়েছে ইডি। এদিকে, সুশান্তকাণ্ডের তদন্তে নেমে মাদক যোগের সূত্র খুঁজে পান তদন্তকারীরা। এরপরই আসরে নামে এনসিবি। মাদক কারবারে ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন রিয়া, তাঁর ভাই শৌভিক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: