সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুকাণ্ডে এবার সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী। শুক্রবার সকালে মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছে যান সুশান্তের প্রাক্তন বান্ধবী। বৃহস্পতিবার রিয়ার ভাই শৌভিককেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও জেরা করা হয় অভিনেতার রুমমেট সিদ্ধার্থ পাঠানী ও হাউস কিপিং স্টাফকেও।
সুশান্তের মৃত্যুর পর গতকালই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন রিয়া। সাক্ষাৎকারে অভিনেতার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেছেন কখনওই সুশান্ত তাঁর পরিবারকে পাশে পায়নি। এ দিন অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মৃত অভিনেতার দিদি সোয়েতা সিং কীর্তি। তিনি বলেছেন, 'সুশান্তের পাশে পরিবারের সমর্থন সবসময় ছিল।'
এদিকে রিয়া ও তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার এই অভিযোগ তুলেছেন অভিনেত্রী। স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীরা কোনও সাহায্য করছে না বলে দাবি করেছেন রিয়া।
উল্লেখ্য গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকে প্রায় প্রতিদিনই এই ঘটনার চাঞ্চল্যকর দিক সামনে আসছে। প্রথমে ঘটনার তদন্ত করছিল মুম্বই পুলিশ। কিন্তু পরে সুশান্তের বাবা কেকে সিংহ অভিযোগ দায়ের করেন পটনার রাজীবনগর থানায়। তাঁর অভিযোগ, সুশান্তের অর্থ নয়ছয় করেছেন রিয়া এবং চক্রবর্তী পরিবারের বাকি সদস্যরা। কেকে সিংহের অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশও এই তদন্তে শামিল হয়। ১৯ অগস্ট এই মৃত্যুরহস্যের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। পরের দিন থেকেই সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল তদন্তের কাজ শুরু করে। সিবিআই ছাড়াও তদন্ত করছে ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
বৃহস্পতিবার জেরায় সুশান্তের সঙ্গে শোভিকের সম্পর্ক কেমন ছিল, শেষ কী কথা হয়েছিল তা জানতে চাওয়া হয়। রিয়ার বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগও উঠেছে। জেরায় উঠে এসেছে যে- সুশান্ত ও রিয়ার কাছে মাদক পৌঁছাত, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে ইডি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন