Advertisment

রিয়া চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ মুম্বই আদালতে

পাশাপাশি রিয়ার ভাই সৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং ড্রাগ সরবরাহকারী আবদুল বসিত পরিহার ও জাইদ ভিলাত্রার জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
২০২২-এর মধ্যে নয়া জাতীয় শিক্ষানীতি।। কঙ্গনার নিশানায় সোনিয়া ।। রিয়ার জামিনের আর্জি খারিজ

রিয়া চক্রবর্তী

মাদককাণ্ডে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আর্জি খারিজ করল মুম্বইয়ের বিশেষ আদালত। সুশান্ত মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত রিয়া। মাদককাণ্ডে রিয়া, সৌভিককে গ্রেফতার করেছে এনসিবি। ধৃত রিয়া, সৌভিক সহ ছয় জনের জামিনের আবেদন এ দিন খারিজ করল আদালত।

Advertisment

বৃস্পতিবার রিয়া সহ ধৃতদের জামিনের আবেদনের ঘোর বিরোধিতা করে এনসিবি। এনসিবির পক্ষ থেকে আদালতে জানানো হয়, যদি রিয়া ও সৌভিক জামিন পান সেক্ষেত্রে বাইরে বেরিয়ে তাঁদের অপরাধমূলক কাজ বাড়বে এবং তাঁরা তথ্য ও প্রমাণ লোপাট করতে পারেন ৷

শুনানিতে এনসিবি জানিয়েছে, এই মামলায় প্রায় ১,৮৫,২০০ টাকার মাদক উদ্ধার করেছে ৷ এনসিবির জেরার মুখে রিয়া কবুল করেছেন তিনি ড্রাগ নিতেন৷ জামিনের পরেও তিনি ফের মাদক নিতে পারেন৷ গ্রেফতার হওয়ার পরেই রিয়া, শৌভিক সহ ছয় ধৃত মুম্বইয়ের বিশেষ আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন৷

গত ১৪ জুন, ২০২০ রহস্যজনক মৃত্যু হয়েছে বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের৷ তারপর থেকেই নানান মহল থেকে দাবি উঠেছিল সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই করুক৷ এরপর শীর্ষ আদালতের নির্দেশে মামলার তদন্তে নামে সিবিআই৷ পৃথক তদন্ত শুরু করে ইডি ও এনসিবি-ও ৷

এরপরেই মাদক চক্রে রিয়া ও সৌভিককে কয়েক দফা জেরা করে এনসিবি। প্রথমে সৌভিক, স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের পরিচারককে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরে মাদক যোগের অভিযোগে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। আপাতত মুম্বইয়ের বাইকুল্লা জেলেই রাখা হবে রিয়া চক্রবর্তীকে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput
Advertisment