সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু তদন্তে একেবারে উঠেপড়ে লেগেছে সিবিআই। শুক্রবারের পর শনিবারও সিবিআই-এর মুখোমুখি হলেন অভিনেতার বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এদিন দুপুর দেড়টা নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজে ডিআরডিও গেস্ট হাউসে ঢুকতে দেখা গিয়েছে রিয়াকে। এখানেই রয়েছে সিবিআই তদন্তকারী দল।
সুশান্তের মৃত্য়ুর জন্য় রিয়াই দায়ী বলে অভিযোগ উঠেছে। রিয়ার বিরুদ্ধে এফআইআরও করেছেন সুশান্তের বাবা। এদিন সকালে সুশান্তের ফ্ল্য়াটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনী নীরজ সিং, পরিচারক কেশব, ম্য়ানেজার স্য়ামুয়েল মিরান্ডা ও অ্য়াকাউন্ট্য়ান্ট রজত মেওয়াটিকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: সুশান্ত মৃত্যুকাণ্ড: রিয়ার হোয়াটসঅ্যাপের সূত্রে মাদক সরবরাহকারীদের খোঁজ, দ্রুত গ্রেফতার
এর আগে শুক্রবার প্রথমবার সুশান্তকাণ্ডে রিয়াকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছোন রিয়া। সুশান্তের বান্ধবীর বাড়ির সামনে অসংখ্য় মানুষের ভিড় থাকায় তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সিবিআই-এর অনুরোধের ভিত্তিতেই রিয়াকে নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।
রিয়ার পাশাপাশি তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও বৃহস্পতিবারের পর শুক্রবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্য়াটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের বর্তমান প্রজন্মের অন্য়তম উজ্জ্বল মুখ সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় তোলপাড় পড়ে যায় বলিউডে। সুশান্ত অবসাদে আত্মহত্য়া করেছেন বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ। কিন্তু কেন তিনি আত্মহত্য়া করলেন? নাকি তাঁর মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও রহস্য় লুকিয়ে রয়েছে, তার কিনারায় তদন্তে নেমেছে সিবিআই , ইডি-র মতো তদন্তকারী সংস্থা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন