Advertisment

সুশান্ত মামলা: 'বিহার পুলিশকে সহযোগিতা না করার প্রশ্নই নেই'

সুশান্তের বাইপোলার ডিসঅর্ডার ছিল এবং তাঁর চিকিৎসা চলছিল, এমনটাই এদিন জানিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sushant Singh Rajput

সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু তদন্তে বিহার পুলিশকে সহযোগিতা না করার কোনও প্রশ্নই নেই, সোমবার এমনটাই জানালেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং। এদিন মুম্বইয়ের সিপি জানান, সঠিক পথেই তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। পেশাদার শত্রুতা, টাকাপয়সা, স্বাস্থ্য়-সব দিক থেকেই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে বলেও জানিয়েছেন পরমবীর সিং।

Advertisment

সুশান্তের বাইপোলার ডিসঅর্ডার ছিল এবং তাঁর চিকিৎসা চলছিল, এমনটাই এদিন জানিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। সুশান্তের মৃত্য়ুর আগে তাঁর ফ্ল্য়াটে রাতে পার্টির কথা নাকচ করেছেন সিপি। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর অ্য়াকাউন্টে কোনও টাকার লেনদেনও হয়নি বলে দাবি করেছেন তিনি।

এদিকে, সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে রবিবারই মুম্বইতে পৌঁছান পাটনা (সেন্ট্রাল) এর এসপি বিনয় তিওয়ারি। সেদিনই তাঁকে ‘জোর করে’ কোয়ারেন্টিনে পাঠানোর অভিযোগ উঠল বৃহন্মুম্বই পৌরসভার বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে।

গত মঙ্গলবার জানা যায় যে, রিয়া চক্রবর্তী সহ ৬ জনের বিরুদ্ধে সুশান্তের বাবা কেকে সিং পাটনার রাজীব নগর পুলিশ থানায় এফআইআর করেছেন। আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতেই মুম্বই পৌঁছায় বিহার পুলিশের চার সদস্যের একটি দল। আইপিএস মেসে থাকতে বলা হলে তিওয়ারি সেখানে থাকতে অস্বীকার করেন। তারপরই আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারিন্টিন করা হয়। তবে দলের বাকি সদস্যরা গত ৬ দিন মুম্বইতে থাকলেও কেন কোয়ারিন্টিন করা হল না তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে টুইট করে বলেছেন যে, 'অফিসের কাজেই রবিবার পাটনা থেকে মুম্বইতে পৌঁছেছেন বিনয় তিওয়ারি। সুশান্ত মৃত্যু মামলার তদন্তে বিহার পুলিশের যেসব অফিসার এখন মুম্বইতে রয়েছেন তাঁদের নেতৃত্ব দিতেই সেখানে গিয়েছেন তিনি। কিন্তু, ওই আইপিএস অফিসারকে জোর করে রাত ১১টার সময়ে কোয়ারিন্টিন করা হয়েছে।' বহু আবেদন সত্ত্বেও তিওয়ারিকে আইপিএস মেসেও থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আপাতত সে গুরগাঁওয়ের একটি গেস্ট হাউসে রয়েছেন বলে জানিয়েছেন ডিজি।

ইতিমধ্যেই সুন্তের মৃত্যু মামলা পাটনা থেকে সরিয়ে মুম্বইতে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রিয়া চক্রবর্তী। তার প্রেক্ষিতে বিহার পুলিশ ও সুশান্তের বাবা কেকে সিং ক্যাভিয়েট দাখিল করেছেন।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। সেই মৃত্যু মামলার তদন্ত করছে মুম্বই পুলিশও। এই মামলায় ইতিমধ্যেই পরিচালক মহেশ ভাট, সিনেমা সমালোচক রাজীভ নাসান্দ, পরিচালর-প্রযোজক সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া সহ ৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput
Advertisment