দিল্লি পুলিশের বড়সড় সাফল্য। NIA-এর স্ক্যানারে থাকা মোস্ট ওয়ান্টেড ISIS জঙ্গিকে হাতে নাতে পাকড়াও। NIA ধৃত জঙ্গির মাথার দাম রেখেছিল ৩ লক্ষ টাকা।
পুনে থেকে পালানোর পরে দিল্লিতে আস্তানা গড়ে কুখ্যাত এই ISIS জঙ্গি। অবশেষে তাকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ গোয়েন্দা সাখার আধিকারিকরা।জানা গিয়েছে ওই ISIS জঙ্গির নাম শাহনওয়াজ। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার র্যাডারে থাকা কুখ্যাত এই সন্ত্রাসবাদীকে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল আইএসআইএস মডিউলের এক সন্ত্রাসীবাদীকে গ্রেফতার করেছে। দিল্লি থেকে গ্রেফতার হওয়া ওই আইএস জঙ্গির নাম শাহনওয়াজ বলে জানিয়েছে পুলিস। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনআইএ) এই জঙ্গির মাথার দাম ধার্য্য করে ৩ লক্ষ টাকা। এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল এই কুখ্যাত জঙ্গির। শাহনওয়াজ ওরফে শফি উজ্জামা নামেও পুনে থেকে পালিয়ে আসে দিল্লিতে আশ্রয় নেয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, শাহনওয়াজ দিল্লির বাসিন্দা। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। বর্তমানে ওই সন্ত্রাসবাদীকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। ISIS পুনে মডিউল মামলায় NIA ৭ জনকে গ্রেফতার করেছিল। এ সময় তিন সন্ত্রাসবাদী পালিয়ে দিল্লিতে আত্মগোপন করে। এই তিন জঙ্গির মধ্যেই একজন শাহনেওয়াজ ওরফে শফি উজ্জামা।
রাজধানীতে তিন আইএসআইএস জঙ্গির লুকিয়ে থাকার খবর দিল্লি পুলিশকে জানানো হয়েছিল। এরপরই পুলিশ সতর্ক হয় দিল্লি পুলিশ। তিন জঙ্গিকে খুঁজতে শুরু হয় তল্লাশি। সোমবার (২ অক্টোবর) শাহনেওয়াজকে আটক করে বড় সাফল্য পায় পুলিশ। তবে, পুনে আইএসআইএস মামলায় ওয়ান্টেড দুই সন্ত্রাসবাদী রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফায়াজ শেখ এখনও পলাতক। তাদেরও খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।