Advertisment

India Maldives Relationship: মোদীর পর এবার তিরঙ্গাকে অসম্মান, মালদ্বীপের মন্ত্রীর পোস্ট ঘিরে চূড়ান্ত চাঞ্চল্য

মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী মরিয়ম শিউনা সোমবার বিরোধী দলের বিরুদ্ধে তার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্কের জেরে ক্ষমাও চেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Suspended Maldivian minister Mariyam Shiuna with President Mohamed Muizzu. (X/Mariyam Shiuna)

বরখাস্ত মালদ্বীপের মন্ত্রী মারিয়াম শিউনা প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে। (এক্স/মারিয়াম শিউনা)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পর ফের ভারতকে চূড়ান্ত অপমান মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনার। তাঁকে তড়িঘড়ি বরখাস্ত করে মইজ্জু সরকার।

Advertisment

তেরঙ্গা পোস্ট নিয়ে বিতর্কের পর ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী। সম্প্রতি মালদ্বীপ থেকে সেনা সরানোর বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবন্তি হয় দু'দেশের। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মইজ্জু সরকারের মন্ত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের কারণে বরখাস্ত করা হয় মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনাকে ।

মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) বিরুদ্ধে তার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন মরিয়ম শিউনা। তিনি ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে এক পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, "আমার সাম্প্রতিক পোস্টের কারণে যে কোন বিভ্রান্তির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"

তিনি আরও লিখেছেন, 'আমি স্পষ্ট করতে চাই পোস্টটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এর কারণে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির জন্য আমি ক্ষমাপ্রার্থী। " প্রাক্তন মন্ত্রী বলেন, "মালদ্বীপ ভারতের সঙ্গে তার সম্পর্ক এবং আমাদের পারস্পরিক সম্মানকে অত্যন্ত মূল্য দেয়। ভবিষ্যতে, আমি এই ধরণের পোস্ট করা থেকে বিরত থাকব"।

মরিয়ম শিউনার এই পোস্টের জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে শিউনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিতর্কের পর মরিয়মের পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি ক্ষমাও চেয়েছেন। একটি পোস্ট শেয়ার করে তিনি বলেছেন যে তিনি তার সাম্প্রতিক পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী।

প্রকৃতপক্ষে, মরিয়ম শিউনা শনিবার (৬ এপ্রিল) সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার) তে তার দল পিপিএমের পক্ষে সমর্থন সংগ্রহ করে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে অশোক চক্রকে অপমান করা হয়েছে বলেই অভিযোগ ।

Maldives
Advertisment