'মুখ্যমন্ত্রী রামপুরহাটে আসছেন প্রমাণ লোপাট করতে', বিস্ফোরক শুভেন্দু

বুধবার বিকেলেই বগটুই গ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। তার কিছুক্ষণ পরেই বিজেপির পরিষদীয় দলের সদস্যরা গ্রামে ঢোকেন।

বুধবার বিকেলেই বগটুই গ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। তার কিছুক্ষণ পরেই বিজেপির পরিষদীয় দলের সদস্যরা গ্রামে ঢোকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
draupadi murmu adibasi jamgalmahal mamata banerjee suvendu adhikari

মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।

'মুখ্যমন্ত্রী আসছেন তথ্য-প্রমাণ লোপাট করতে।'- বুধবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই তিনি উপস্থিত পুলিশকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আপনারা কোনও খারাপ কাজ করবেন না। কারণ, বিপদে পরলে এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাবে না। আমরা এখান থেকে কোনও প্রামাণ্য তথ্য লোপাট করতে দেব না।'

Advertisment
publive-image
বগটুই গ্রামে শুভেন্দু অধিকারী। ছবি: আশিস মণ্ডল

বুধবার বিকেলেই বগটুই গ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। তার কিছুক্ষণ পরেই বিজেপির পরিষদীয় দলের সদস্যরা গ্রামে ঢোকেন। তাঁদেরকেও অভিশপ্ত বাড়ির ধারে-কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তিনি বলেন, 'সরকার যদি ভাবে প্রমাণ লোপাট করবে, আমরা তা হতে দেব না। আমরা এর শেষ দেখে ছাড়ব। বৃহস্পতিবার সকালে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল হবে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমাদের বিধায়কদের ল্যাংচা খেতে দেখে ভ্যাংচাতে গিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এটা একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাষা? মুখ্যমন্ত্রীর মুখ ব্লিচিং দিয়ে পরিষ্কার করানো উচিত। আমরা আজ আট ঘণ্টা ধরে রাস্তা দিয়ে গাড়ি চেপে এই গ্রামে পৌঁছেছি। কিন্তু উনিতো আসবেন আকাশে উড়ে।'

Advertisment
publive-image
বগটুই গ্রামে বামফ্রন্টের প্রতিনিধিদল। ছবি: আশিস মণ্ডল

এরপরই রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগের সুরে বলেন, 'মুখ্যমন্ত্রী এখানে আসছেন প্রমাণ লোপাট করতে। কিন্তু, আমরাও পুলিশকে বলে যাচ্ছি যে কোনও প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন না। আমরা দূর থেকেই ঘরটা দেখে গেলাম। এরপর যদি কোনও প্রমাণ লোপাট হয়, তাহলে ছেড়ে কথা বলব না। আমরা ইতিমধ্যে ওই বাড়ি সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার অনুরোধ করেছি বিভিন্ন কমিশনে। আমরা ছাড়ব না। আমরা মৃত মহিলা, শিশুদের বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাব।'

Suvendu Bagtui