নির্ভয়াকাণ্ড তোলপাড় ফেলেছিল সারা দেশ জুড়ে। এর পর গড়া হয় নির্ভয়া তহবিল। মহিলাদের সুরক্ষায় এই খরচ করা হয় এই তফবিলের টাকা। সম্প্রতি সেই নির্ভয়া তহবিল থেকে মুম্বই পুলিশের কেনা বেশ কয়েকটি গাড়ি সাংসদ এবং বিধায়কদের নিরাপত্তা্র কাজে ব্যবহার করা হচ্ছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এসব গাড়ি ব্যবহার করা্র কথা। তবে এই গাড়িগুলি এই বছরের জুলাই থেকে শাসক শিবিরের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর এমপি এবং বিধায়কদের এসকর্ট করার কাজে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
চলতি বছরের জুন মাসে, মুম্বই পুলিশ ২২০টি বোলেরো, 35টি আর্টিগা, ৩১৩টি পালসার বাইক এবং ২০০টি হোন্ডা অ্যাক্টিভা কেনে। মহিলাদের নিরাপত্তার জন্য নির্ভয়া ফান্ড থেকে এই সকল গাড়িগুলি গত জুলাইয়ের মধ্যে বিভিন্ন থানায় দেওয়া হয়। নারীদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার রোখার জন্য ২০১৩ সালে ‘নির্ভয়া তহবিল’ তৈরি করেছিল তৎকালীন ইউপিএ সরকার। বর্তমানে এই সকল গাড়ির মধ্যে বেশ কয়েকটি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন ৪০ জন বিধায়ক এবং ১০ জন সাংসদকে "ওয়াই-প্লাস উইথ এসকর্ট" নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে নতুন বোলেরোগুলি জুন মাসে বিভিন্ন থানায় বিতরণ করা হয়। অনেক থানায় গাড়ি না থাকায় সেগুলি দেওয়া হয়। অপর এক পুলিশ আধিকারিক বলেন, “বলেরোগুলি মূলত শহরের ৯৫টি থানায় পাঠানো হয়েছিল। কোন থানা একটি বোলেরো, কোন থানা আবার দুটি গাড়ি পেয়েছে।"
আইজি (ভিআইপি সিকিউরিটি) বলেন- আমরা গাড়িগুলি চাইনি
রাজ্যের পরিবহন দফতর সূত্রে খবর, ভিআইপি নিরাপত্তার স্বার্থে ৩০ টিরও বেশি গাড়িকে সাময়িকভাবে শহরের থানাগুলি থেকে তুলে নিয়ে ভিআইপি নিরাপত্তার কাজে লাগানো হচ্ছে। আইজি (ভিআইপি সিকিউরিটি) কৃষ্ণ প্রকাশ বলেছেন যে তিনি গাড়িগুলি দাবি করেননি। তিনি শুধুমাত্র তার অঞ্চলে বিধায়কদের নিরাপত্তার জন্য কিছু বিষয়ের ওপর আলোকপাত করেন’।