Advertisment

এ মরশুমে রাজ্যে সম্ভবত প্রথম প্রাণ কাড়ল সোয়াইন ফ্লু

Swine flu death in Kolkata, West Bengal: গতরাতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে শহরের এক হাসপাতালে। বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়ার শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু মেলে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
swine flu, সোয়াইন ফ্লু

কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে মৃত্যু দেবলা মণ্ডলের। প্রতীকী ছবি।

Swine flu death in Kolkata: গতমাসেই এ শহরে সোয়াইন ফ্লু থাবা বসিয়েছিল। সোয়াইন ফ্লু নিয়ে কলকাতার এক হাসাপাতালে ভর্তি হয়েছিলেন এক ইঞ্জিনিয়র। এবার এ বছরে রাজ্যে সম্ভবত প্রথম প্রাণ কাড়ল সোয়াইন ফ্লু। গতরাতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক বাসিন্দার মৃত্যু হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। দেবলা মণ্ডল নামে বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়ার শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু মেলে বলে জানা গিয়েছে। হাসপাতালেরই নিজস্ব রক্তপরীক্ষায় জীবাণু মেলে।

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, গত বছর এ রাজ্যে ২০ জনেরও বেশি সোয়াইন ফ্লু রুগীর মৃত্যু হয়। অন্যদিকে, প্রায় ২০০ জন গত বছর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। এ বছর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন, Swine flu in Kolkata: শহরে ফের সোয়াইন ফ্লু-র থাবা, আক্রান্ত ইঞ্জিনিয়র

মে মাস থেকে অগাস্টের মধ্যেই এ রাজ্যে সোয়াইন ফ্লুর মরশুম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। মরশুমের শুরুর দিকে রাজ্যে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছিল স্বাস্থ্য দফতর। গতমাসেও এ নিয়ে বৈঠক করে স্বাস্থ্য দফতর। সোয়াইন ফ্লু সংক্রান্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছেও বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।

চলতি বছরের জুলাই মাসে কলকাতার আরেকটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ভর্তি হন এক সফটওয়ার ইঞ্জিনিয়র। সে সময় হাসপাতালের তরফে জানানো হয়, ওই ব্যক্তির শরীরে এইচওয়ানএনওয়ান ভাইরাস মিলেছে। ওই ইঞ্জিনিয়রই সম্ভবত এ শহরে এ বছর প্রথম সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন।

kolkata news health
Advertisment