H1N1 flu: ফের সোয়াইন ফ্লুর থাবা শহর কলকাতায়। এ বছরে মরশুমের প্রথম সোয়াইন ফ্লু আক্রান্তের হদিশ মিলল শহরে। শনিবার শহরের এক সফটওয়ার ইঞ্জিনিয়ারের দেহে এইচওয়ানএনওয়ান ভাইরাস মিলেছে। ফর্টিস হাসপাতালে ওই ইঞ্জিনিয়রের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির শিশুকন্যাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
H1N1 Swine Flu Virus in Kolkata, West Bengal
‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ও তাঁর মেয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। শহরে মরশুমের প্রথম সোয়াইন ফ্লু আক্রান্তের খবরের সত্যতা স্বীকার করেছে ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষ। ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, ওই ইঞ্জিনিয়ারের শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু মিলেছে।জ্বর, গায়ে ব্যথা, ফুসফুসে সংক্রমণ নিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই ইঞ্জিনিয়রকে। ওই ব্যক্তি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে ওই ব্যক্তির মেয়েও সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে দাবি করেছেন পরিজনরা। যদিও জ্বর নিয়ে ওই শিশুকন্যাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুকন্যাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, তা নিয়ে এখনই হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। চূড়ান্ত রিপোর্ট হাতে মিললেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন, Dengue Season: বর্ষায় প্রাদুর্ভাব এড়াতে সারাবছরই তৎপর, দাবি পুরসভার
এদিকে এ বছর এখনও পর্যন্ত সরকারের তরফে সোয়াইন ফ্লু নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সোয়াইন ফ্লু নিয়ে সাবধান হতে পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। তবে এ ঘটনার রিপোর্ট আজই স্বাস্থ্য ভবনে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সোয়াইন ফ্লু নিয়ে সরকারি ও জেলা হাসপাতালে সতর্কতা জারি করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।