Sydney Mall Stabbing: অস্ট্রেলিয়ার সিডনিতে নৃশংস কাণ্ড। এক উন্মত্ত আততায়ী পাঁচজনকে ছুরিকাঘাত করল। তার পর সিডনির শপিং মলে হট্টগোল শুরু হয়। পুলিশ হামলাকারীকে গুলি করে মেরেছে বলে জানা গিয়েছে। সিডনির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, সিডনির পশ্চিম দিকের বন্ডি জাংশন শপিং মলে ওই হামলাকারী ৯ জনকে হামলা করে। পাঁচজনকে ছুরি আঘাতে জখম করে। পাঁচজনেরই মৃত্যু হয়। নিউ সাউথ ওয়েলসের সহকারী পুলিশ কমিশনার অ্যান্টনি কুক জানিয়েছেন, আততায়ীকে গুলি করে নিকেশ করা হয়েছে। হামলার নেপথ্যে কারণ জানা যায়নি।
সিডনিতে স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় চলে আসে জরুরিকালীন পরিষেবা। এক শিশু-সহ আটজনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শপিং মল থেকে কয়েকশো মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন Indian students in US: মাসখানেক নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ, ফের মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যু, বিস্ফোরক দাবি বাবার
দুজন প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 'মলের মধ্যে ২০ মিনিট ধরে মানুষজন দৌড়াদৌড়ি করছিলেন। কী হয়েছে কেউ বুঝতে পারেননি। আমরা দেখলাম সোয়াট টিম এসে এলাকা ঘিরে ফেলল। আমরা গুলির আওয়াজ শুনতে পাই। পুলিশ তাঁকে গুলি না করলে আরও মানুষ তাঁর নৃশংসতার বলি হতেন।'