Advertisment

করোনা ছড়ানোর জন্য় দায়ী তবলিঘি জামাতের সমাবেশ: স্বরাষ্ট্রমন্ত্রক

চলতি বছরের মার্চে রাজধানীর বুকে এই ধর্মীয় সমাবেশের জেরেই অনেকের শরীরে ছড়িয়েছে সংক্রমণ, সোমবার এমনটাই বলল অমিত শাহের মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
tablighi jamaat, তবলিঘি জামাত

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা আবহে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের সমাবেশ ঘিরে দেশে শোরগোল পড়ে গিয়েছিল। দেশে মাত্রাতিরিক্ত করোনা সংক্রমণের জন্য় তবলিঘি জামাতের সমাবেশকে এবার 'দায়ী' করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চলতি বছরের মার্চে রাজধানীর বুকে এই ধর্মীয় সমাবেশের জেরেই অনেকের শরীরে ছড়িয়েছে সংক্রমণ, সোমবার এমনটাই বলল অমিত শাহের মন্ত্রক।

Advertisment

এ প্রসঙ্গে এদিন রাজ্য়সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানান, ২৩৩ জন তবলিঘি জামাত সদস্য়কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সংস্থার প্রধান কার্যালয় থেকে ২৩৬১ জনকে সরানো হয়েছে। এক লিখিত জবাবে তিনি জানান, ''জামাত প্রধান মৌলানা মহম্মদ সাদ সম্পর্কে তদন্ত চলছে''।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: প্রকাশ্যে ফিনসেন ফাইল, ভারতীয়দের সন্দেহজনক ব্যাঙ্ক লেনদেনের পর্দা ফাঁস

দিল্লি পুলিশের রিপোর্ট অনুযায়ী, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিভিন্ন নির্দেশিকা সত্ত্বেও কোনও সুরক্ষাবিধি না মেনেই বড় ধরনের জমায়েত হয়েছিল। মন্ত্রীর কথায়, ''অনেকের মধ্য়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার এটাও একটা কারণ''। উল্লেখ্য়, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত হয়। ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া অনেকেই করোনা আক্রান্ত হন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus national news
Advertisment