Advertisment

Taiwan Earthquake: সময় গড়াতেই মৃত্যুমিছিল! তিনডজনের বেশি আফটারশক, আহত ৮০০, নিখোঁজ ৫০

তাইওয়ানের সরকারি কেন্দ্রীয় সংবাদ সংস্থা বলেছে যে ১৯৯৯ সালের পর এই দ্বীপে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প ছিল যখন ৭.৬ মাত্রার। সেই কম্পনে প্রায় ২,৪০০ লোক মারা গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Taiwan Earthquake LIVE: Firefighters work at the site where a building collapsed following the earthquake, in Hualien, Taiwan, in this handout provided by Taiwan's National Fire Agency on April 3, 2024. (Taiwan National Fire Agency/Handout via Reuters)

তাইওয়ান ভূমিকম্প লাইভ: 3 এপ্রিল, 2024-এ তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি প্রদত্ত এই হ্যান্ডআউটে তাইওয়ানের হুয়ালিয়েনে ভূমিকম্পের পর যেখানে একটি ভবন ধসে পড়ে সেখানে দমকলকর্মীরা কাজ করে। (তাইওয়ান ন্যাশনাল ফায়ার এজেন্সি/রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট)

দীর্ঘ ২৫ বছর ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তাইওয়ানে ৯ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisment

পরপর ভূমিকম্পে আজ ভোরে কেঁপে ওঠে তাইওয়ান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের জেরে শহরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দক্ষিণ জাপান ও ফিলিপিন্সের দ্বীপগুলির জারি করা হয় সুনামির সতর্কতা।
এখন পর্যন্ত ভূমিকম্পে কমপক্ষে নয়জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন। সেখানকার সংবাদ মাধ্যম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত ৩৪টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাইওয়ান দ্বীপের পূর্ব উপকূলরেখার হুয়ালেনের পূর্ব কাউন্টির উপকূলের ঠিক দূরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

তাইওয়ানের সরকারী কেন্দ্রীয় বার্তা সংস্থা বলেছে ১৯৯৯ সালের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল ৭.৬ মাত্রার কম্পনে দ্বীপে প্রায় ২৪০০ মানুষ নিহত হয়েছিলেন। তারপর কেটে গিয়েছে ২৫ বছর। এর মাঝে এত বড় কম্পনের সাক্ষী থাকেনি তাইওয়ান। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চিনের ফুজিয়ান প্রদেশের ফুঝো, জিয়ামেন, কোয়ানঝো এবং নিংদেতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

earthquake
Advertisment