Advertisment

গর্বের তাজে কলঙ্কের দাগ ঝড়ের, ভাঙল রেলিং-সিলিং

প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশের মনিপুরী, আগ্রা, লখিমপুর খিরি এবং মুজাফফরনগর জেলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। সেই জন্য দুঃখপ্রকাশ করেন মুখমন্ত্রী যোগী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমফানের স্মৃতি এখনো টাটকা বাংলার মানুষের। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই শুক্রবার প্রবল বেগে ঝড় ধেয়ে এসেছিল উত্তরপ্রদেশে। আগ্রা জেলায় সেই ঝড়েই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে গর্বের তাজমহল। জানা গিয়েছে, শুক্রবার রাতের ঝড়ে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গিয়েছে। ফলস সিলিংও ভেঙে যায় হওয়ার তেজে।

Advertisment

শুধু এখানেই শেষ নয়। একটি দরজাও ভেঙে গিয়েছে। সঙ্গে প্রাঙ্গণের একটি গাছ উপড়ে যায়। এমনটাই জানিয়েছেন সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।

শনিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশের মনিপুরী, আগ্রা, লখিমপুর খিরি এবং মুজাফফরনগর জেলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। সেই জন্য দুঃখপ্রকাশ করেন মুখমন্ত্রী যোগী। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদের আত্মীয়স্বজনের হাতে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার ভারও বহন করবে রাজ্য সরকার।

উত্তরপ্রদেশ জুড়ে সামনের কয়েকদিন বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে সকলের জন্য।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপত্য। শিল্প-ইতিহাস-সৌন্দর্য্যের টানে বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষে আগ্রার তাজমহল। ইতিহাসের গন্ধে ভরপুর এই স্মৃতিসৌধের গায়ে সাম্প্রতিককালে লেগেছে রাজনৈতিক রঙ। তবু যমুনাপাড়ের রোমাঞ্চকর স্থাপত্যর গরিমা আজও চির অমলিন। তবে উষ্ণতা বৃদ্ধি, দূষণে তার গায়ে লেগেছে ‘কালো দাগ’। সেই তাজমহলের সৌধেই এবার ঝড়ের চিহ্ন রয়ে গেল।

আমফানের স্মৃতি এখনো টাটকা বাংলার মানুষের। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই শুক্রবার প্রবল বেগে ঝড় ধেয়ে এসেছিল উত্তরপ্রদেশে। আগ্রা জেলায় সেই ঝড়েই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে গর্বের তাজমহল। জানা গিয়েছে, শুক্রবার রাতের ঝড়ে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গিয়েছে। ফলস সিলিংও ভেঙে যায় হওয়ার তেজে।

শুধু এখানেই শেষ নয়। একটি দরজাও ভেঙে গিয়েছে। সঙ্গে প্রাঙ্গণের একটি গাছ উপড়ে যায়। এমনটাই জানিয়েছেন সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।

শনিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশের মনিপুরী, আগ্রা, লখিমপুর খিরি এবং মুজাফফরনগর জেলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। সেই জন্য দুঃখপ্রকাশ করেন মুখমন্ত্রী যোগী। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদের আত্মীয়স্বজনের হাতে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার ভারও বহন করবে রাজ্য সরকার।

উত্তরপ্রদেশ জুড়ে সামনের কয়েকদিন বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে সকলের জন্য।

প্রসঙ্গত, চলতি বছরেই তাজ মহলের দূষণ জনিত কালো দাগ মোছা হয়েছিল ট্রাম্প সফরের ঠিক আগে। দাগ মুছতে ৩০০ বছরের ইতিহাসে প্রথমবার স্নান করেছিল মমতাজের স্মৃতিতে গড়া শাহজাহানের তাজমহল। শুধু স্নানই নয়, বলা যেতে পারে মহাস্নান করেছিল তাজমহল। রীতিমতো ‘বিউটি থেরাপির’ ঢঙে ‘ক্লে প্যাক’ মাখিয়ে স্নান করানো হয় আশ্চর্য পাথুরে স্থাপত্যকে।

weather taj mahal
Advertisment