Advertisment

প্রবল বৃষ্টি ও ঝড়ে ভেঙে পড়ল তাজমহলের স্তম্ভ

বুধবার প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপটে তাজমহলের একটি মিনার ভেঙে পড়ল। ১২ ফিটের ওই মিনারটি তাজমহলে ঢোকার মুখেই ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
TAJ MAHAL

প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তাজমহলের স্তম্ভ। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

শাহজাহানের স্মৃতিসৌধে আঁচড় কাটল প্রকৃতি। বুধবার প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপটে তাজমহলের একটি মিনার ভেঙে পড়ল। ১২ ফিটের ওই মিনারটি তাজমহলে ঢোকার মুখেই ছিল। গতকাল আগ্রায় ঘণ্টায় ১৩০ কিমি বেগে ঝড়ের দাপটে মাঝরাতে ওই ধাতব স্তম্ভটি ভেঙে পড়ে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisment

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল। স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে তাজমহল বানিয়ে ছিলেন মুঘল সম্রাট শাহজাহান। ধবধবে সাদা এই স্মৃতিসৌধ দর্শন করতে আসনে বিদেশি পর্যটকরাও। প্রকৃতির এই খেয়ালে ভারতের সাধের এই স্মৃতিসৌধ ক্ষতি হওয়ায় অনেকরই যে মন খারাপ তা বলাই বাহুল্য।

taj mahal national news
Advertisment