তালিবানি গ্রাসে আফগানিস্তান, ভারতে পাঠরত আফগান পড়ুয়াদের স্বপ্ন চুরমার

তালিবানি তাণ্ডব আফগানিস্তানে৷ স্বজনের চিন্তায় উদ্বেগে এদেশে বসবাসকারী আফগান পড়ুয়ারা৷

তালিবানি তাণ্ডব আফগানিস্তানে৷ স্বজনের চিন্তায় উদ্বেগে এদেশে বসবাসকারী আফগান পড়ুয়ারা৷

author-image
IE Bangla Web Desk
New Update
Taliban sweep hits dreams of young Afghans who studying in India

আফগানিস্তানে তালিবানি তাণ্ডবের প্রতিবাদ এদেশে পাঠরত আফগান পড়ুয়াদের৷

গোটা আফগানিস্তান কার্যত তালিবানি দখলে৷ এদেশে পড়াশোনা করতে আসা আফগান ছাত্রছাত্রীরা পরিজনদের নিয়ে ঘোর আতঙ্কে রয়েছেন৷ আফগানিস্তানের তালিবানি জঙ্গিদের হামলার নিন্দায় সরব পড়ুয়ারা৷ চণ্ডীগড়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন বেশ কিছু আফগান পড়ুয়া৷ একইসঙ্গে আফগান মুলুকে পড়ে থাকা তাঁদের স্বজনদের নিয়েও উদ্বেগ ধরা পড়েছিল তাঁদের চোখে-মুখে৷

Advertisment

আফগানিস্তানে মানব সম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে ভারত৷ এই বিশেষ কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন বহু আফগান ছাত্রছাত্রী৷ এই কর্মসূচিতে ভারত আফগানিস্তানের ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করেছে৷ প্রতি বছর ১ হাজার স্কলারশিপ দেওয়া হয় আফগান পড়ুয়াদের৷ গত ২ বছর ধরে ভারত সরকারের দেওয়া স্কলারশিপ পেয়ে এখানে পড়াশোনা করছেন ২৫ বছরের ফারহাদ হাকয়ার৷ কাবুলের বাসিন্দা ফারহাদ এখন চরম উৎকণ্ঠায় ভুগছেন তাঁর পরিবারের সদস্যদের জন্য৷ কাবুল ঘিরে ফেলেছে তালিবান৷ কাবুলের উপকণ্ঠে থাকা জেলাগুলিতে ইতিমধ্যেই তালিবানি-রাজ কায়েম হয়েছে৷ এই খবর পেতেই ঘোর আতঙ্কে রয়েছেন ফারহাদ৷

আরও পড়ুন- কাবুল ঘিরছে তালিবান, বিনা লড়াইয়েই একের পর এক এলাকা দখল

Advertisment

আফগান এই পড়ুয়া জানিয়েছেন, কয়েক বছর আগেই সে দেশের ছোট্ট একটি শহর থেকে তাঁরা সবাই কাবুলে গিয়ে থাকতে শুরু করেছিলেন৷ কাবুলে থেকেই সরকারি একটি চাকরি খুঁজবেন ভেবেছিলেন তিনি৷ পরিবারের পাশে দাঁড়াবেন বলেই ২০১৯ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন ফারহাদ৷ চণ্ডীগড় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করার জন্য বাড়ি ছেড়েছিলেন তিনি৷ নিজেদের দেশের এই পরিস্থিতিতে আজ হতাশ তরুণ ফারহাদ৷ তিনি বলেন, “এক বছর আগে আমাকে নিয়ে পরিবারের প্রচুর প্রত্যাশা ছিল৷ তাঁরা চেয়েছিলেন যে আমি আমার পড়াশোনা এখানে শেষ করে যাতে দ্রুত বাড়ি ফিরে যাই৷ তারপর থেকে পরিস্থিতি আমূল বদলে গেছে। এখন ভবিষ্যতকেই আমাদের অতীত বলে মনে হয়৷’’

ভালো করে পড়াশোনা করবেন বলেই দেশ ছেড়েছিলেন ফারহাদ৷ ভারতে এসে লেখাপড়ার পর দেশে ফিরে ভালো চাকরি করতে চান ফারহাদ৷ তবে আফগানিস্তানে ফের তালিবানি-তাণ্ডব মাথাচাড়া দিতেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ফারহাদের৷ তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশের ভবিষ্যতের জন্য নতুন আশা ছিল। বিদেশে কিছু শিখে ফিরে গিয়ে দেশের সেবা করার জন্য আমরা উন্মুখ হয়েছিলাম৷ এটাই ছিল আমাদের প্রজন্মের মূল ইচ্ছা৷ কিন্তু এখন যেন সবই পিছলে যাচ্ছে। ভবিষ্যতকেই অতীত বলে মনে হচ্ছে। লক্ষ-লক্ষ আশা এখন পিছনে পড়ে যাচ্ছে৷ আমরা অনেকেই উন্নত ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছিলাম৷’’

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

students Chandigarh Taliban Afganistan