যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ করে ধৃত তামিল সাংবাদিক

তামিল পত্রিকা ‘নাক্কিরন’-এর সম্পাদককে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের দফতরের অভিযোগের প্রেক্ষিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

তামিল পত্রিকা ‘নাক্কিরন’-এর সম্পাদককে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের দফতরের অভিযোগের প্রেক্ষিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
tamil jounralist, তামিল সাংবাদিক

নাক্কিরন গোপাল, ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রখ্যাত তামিল সাংবাদিক নাক্কিরন গোপালকে গ্রেফতার করা হল। তামিল পত্রিকা ‘নাক্কিরন’-এর সম্পাদককে মঙ্গলবার সকালে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের দফতরের অভিযোগের প্রেক্ষিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে, সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দরে গোপালকে আটক করা হয়। পুণেতে একটি অনুষ্ঠানে যোগ দিতে উড়ান ধরতে যাচ্ছিলেন ওই সাংবাদিক। সম্পাদকের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে যে, গোপালের বিরুদ্ধে পুলিশ সম্ভবত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করছে।

Advertisment

গোপালের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, "ডিসি পদমর্যাদার আধিকারিক ওঁকে গ্রেফতার করেন। পরে বিশদে এ ব্যাপারে জানাব।" রাজভবনের তরফে ওই সাংবাদিকের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি ওই আধিকারিক। তিনি শুধু বলেন যে, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে যৌন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যপাল পুরোহিত ও তাঁর দফতরের নাম জড়ান নাক্কিরন। এ ব্যাপারে তিনি আরও জানান যে, ওই কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত নির্মলা দেবীর বারংবার রাজভবনে যাওয়ার ব্যাপারেও খবরে প্রকাশ করা হয়। দেভাঙা আর্টস কলেজের সহ অধ্যাপক নির্মলা দেবী।

আরও পড়ুন,ফের শহরের স্কুলছাত্রীকে যৌন হেনস্থা! উত্তেজনা ঢাকুরিয়ার স্কুলে

উল্লেখ্য, গত এপ্রিল মাসেই গ্রেফতার করা হয়েছিল নির্মলা দেবীকে। এক ছাত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যে কথোপকথনে যৌন কেলঙ্কারির ঘটনা সামনে আসে। টাকা ও নম্বরের জন্য ওই ছাত্রীকে যৌন সংসর্গের প্রস্তাব দেওয়া হয়।

Advertisment

অন্যদিকে, এ ঘটনায় রাজ্যপাল ও তাঁর দফতরের আধিকারিকদের নাম জড়িয়ে যাওয়ায়, রাজ্যপালের পদত্যাদের দাবিতে সোচ্চার হয় তামিলনাড়ুর বিরোধী দলগুলি। এদিকে এ ঘটনায় চাপে পড়ে গত এপ্রিলে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানান যে, ওই মহিলাকে তিনি চেনেন না।

Read the full story in English: Tamil journalist Nakkeeran Gopal arrested, his magazine alleged Governor Purohit’s role in sex scandal

national news