Advertisment

Defying the Supreme Court: রাজ্যপালের কড়া সমালোচনায় সুপ্রিম কোর্ট, আদালত অবমাননার অভিযোগ

Supreme Court: রাজ্যপাল এই নিয়োগকে সাংবিধানিক নৈতিকতার বিরোধী বলেছেন। তিনি সেটা কীসের ভিত্তিতে বলছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court on west bengal ssc recruitment scam case updates , এসএসসির ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়

SSC Case Supreme Court: যোগ্য চাকরিহারাদের সমস্যা আদৌ মিটল?

Tamil Nadu government: আদালত অবমাননার অভিযোগে বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, শুক্রবারের মধ্যে কে পোনমুড়িকে তামিলনাড়ু মন্ত্রিসভায় ফের অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছে আদালত। ডিএমকের প্রবীণ নেতা কে পোনমুড়িকে ক্যাবিনেট মন্ত্রীপদে নিয়োগ করতে অস্বীকার করেছিলেন রাজ্যপাল আরএন রবি। তার জেরে আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে।

Advertisment

রাজ্যপাল আরএন রবি সম্প্রতি ডিএমকের কে পোনমুড়িকে তামিলনাড়ু মন্ত্রিসভায় পুনরায় অন্তর্ভুক্ত করতে অস্বীকার করে দাবি করেছিলেন যে, এই অন্তর্ভুক্তি সাংবিধানিক নৈতিকতার বিরোধী। রাজ্যপাল রবির সেই বক্তব্য শুনেও বিস্মিত হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। আদালতের প্রশ্ন, রাজ্যপাল ওই ডিএমকে নেতার অন্তর্ভুক্তিকে কীসের ভিত্তিতে সাংবিধানিক নৈতিকতার বিরোধী বলছেন?

এই প্রসঙ্গে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচাপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ অ্যাডভোকেট জেনারেল আর ভেঙ্কটারমানিকে বলেছে, 'মিস্টার অ্যাটর্নি জেনারেল, আমরা রাজ্যপালের আচরণে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আদালতে বিষয়টি জোরে বলতে চাইনি। কিন্তু, তিনি (রাজ্যপাল) ভারতের সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করছেন। যাঁরা তাঁকে উপদেশ দিয়েছেন, তাঁরা তাঁকে সঠিক উপদেশ দেননি। এখন রাজ্যপালকে জানাতে হবে (জানানোর সময় এসেছে) যে সুপ্রিম কোর্ট যখন কাউকে দোষী সাব্যস্ত করে, তখন সে দোষী সাব্যস্ত হয়।'

আরও পড়ুন- মোদী আর ঔরঙ্গজেবের জন্ম একই জায়গায়, বিরাট তথ্য সামনে আনলেন রাউত

একইসঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আদালত বলেছে, 'আমরা যদি আগামিকালের মধ্যে আপনার লোকের থেকে উত্তর (ঠিকঠাক) না পাই, তাহলে আমরা একটি আদেশ পাস করব। যেখানে রাজ্যপালকে সংবিধান অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হবে। আমরা তেমনই নির্দেশ দেব।'

Governor Tamilnadu State Supreme Court of India
Advertisment