/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/sterlite-2-759.jpg)
তামিলনাড়ুতে পুলিশের হাতে নিহত ৪ বিক্ষোভকারী
তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হতাহতরা সকলেই ওই এলাকায় স্টারলাইট গোষ্ঠীর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্ল্যান্ট বসানোর পরে পরিবেশ দূষণ হচ্ছে, যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন ওই এলাকার মানুষজন। বেদান্ত লিমিটেডের কপার ইউনিট স্টারলাইট কপার সংস্থার দাবি, সমস্ত নিয়মকানুন মেনেই তারা ওই এলাকায় এই ইউনিট বসিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতিপত্রও তাদের কাছে রয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
এলাকার লোকজন ও সমাজকর্মীদের তীব্র আন্দোলনের জেরে এই উপকূলবর্তী শহরে প্রচুর পরিমাণ পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদুরাই ও অন্য এলাকা থেকেও নিরাপত্তারক্ষীদের দ্রুত নিয়ে আসা হচ্ছে।
ডিএমকে কার্যকরী সভাপতি তথা তামিলনাড়ুর বিরোধী নেতা এম কে স্ট্যালিন এই ঘটনার নিন্দা করেছেন।