TBSE Madhyamik 10th Result 2018, Tripura Board Madhyamik 10th Result 2018: আজ ত্রিপুরায় দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ। সকাল সাড়ে ৯টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। www.tripuraresults.nic.in ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এছাড়াও tripurainfo.com, tripurachronicle.in, exametc.com, indiaresults.com, examresults.net, innovaindia.com সাইটে ফল জানা যাবে।
এসএমএসেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে TBSE12, এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর, আর পাঠাতে হবে 54242 নম্বরে।
TBSE Tripura Madhyamik 10th Result 2018: Read in ENGLISH
চলতি বছরের ৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল। দেশের প্রায় ৫১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
দশম শ্রেণির বাংলা, হিন্দি ও মিজো ভাষার পরীক্ষা ৯ মার্চের বদলে ১০ মার্চ হয়েছিল।গত বছর ৬ জুন ফল প্রকাশিত হয়েছিল। গত বছর পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ছিল ২৩ হাজার।
এর আগে গত ২২ মে দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। যে পরীক্ষায় ২৮০৩ পরীক্ষার্থী সফল হয়েছিল। চলতি বছরের ৮ মার্চ থেকে ১১ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন, WBBSE 10th Result 2018, West Bengal Madhyamik Result 2018 Updates: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী দেবনাথ
গত সপ্তাহে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। এ বছর এ রাজ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার সুনীতি অ্যাকাডেমির পরীক্ষার্থী সঞ্জীবনী দেবনাথ,তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। এ বছর পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সবথেকে বেশি, ৯৬.১৩ শতাংশ। সাফল্যের নিরিখে কলকাতা রয়েছে তিন নম্বরে। এ বছর মাধ্যমিকে পাশের হার গতবারের তুলনায় সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছর ছিল ৮৫.৬৫ শতাংশ।