ব্ল্যাকবোর্ডে লেখা 'জয় শ্রী রাম', দেখেই মেজাজ হারালেন শিক্ষক, বেধড়ক মার পড়ুয়াকে। তোলপাড় ফেলা ঘটনায় চূড়ান্ত শোরগোল।
মুজফফরনগরের এক বেসরকারি স্কুলে মুসলিম নাবালক ছাত্রকে ক্লাসরুমে হেনস্থার ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে ছিঃ ছিঃ কাণ্ড। রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব, সকলেই এই ঘটনায় বিজেপির ঘৃণার রাজনীতিকে দায়ি করেছেন। মুজফফরনগরের ঘটনার রেশ এখনও টাটকা এর মাঝেই জম্মুর কাঠুয়ায় ছাত্রকে মারধরের ঘটনার নাম জড়াল শিক্ষকের।
ব্ল্যাকবোর্ডে 'জয় শ্রী রাম' লেখার অপরাধে জন্য দশম শ্রেণির এক ছাত্রকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। এই মর্মে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পড়ুয়াকে এমনভাবে মারধর করা হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অধ্যক্ষের বিরুদ্ধে এর আগেও পড়ুয়াদের মারধরের অভিযোগ রয়েছে। তিনি পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন কাঠুয়া জেলা শাসক রাকেশ মিনহাস।