অপহরণ করে ৯ মাস ধরে ধর্ষণ কিশোরীকে! শিউরে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশে

মন্দির শহর বারাণসীতে পাশবিক নির্যাতন কিশোরীকে, গ্রেফতার অভিযুক্ত।

মন্দির শহর বারাণসীতে পাশবিক নির্যাতন কিশোরীকে, গ্রেফতার অভিযুক্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
tribal-woman-gangraped-at-monteswar-one-had-been-detained

প্রতীকী ছবি

কিশোরীকে অপহরণ করে নিয়ে ৯ মাস ধরে ধর্ষণ! শিউরে ওঠার মতো ঘটনা যোগী রাজ্যে। শুক্রবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর মেয়েটিকে বন্দিদশা থেকে মুক্ত করে বালিয়ায় নিয়ে আসা হয়। বারাণসীতে গত ৯ মাস ধরে তাকে বন্দি করে রেখেছিল অভিযুক্ত।

Advertisment

পুলিশ জানিয়েছে, ১৭ বছরের কিশোরীকে চলতি বছর ১৬ জানুয়ারি বালিয়ার একটি গ্রাম থেকে অপহরণ করে ওই যুবক। সে কিশোরীর পাশের গ্রামের বাসিন্দা। অপহরণের পর কিশোরীর বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। মেয়ে কোথায় গেল খুঁজে খুঁজে পাগল অবস্থা বাবার। অপরাধী যে পাশের গ্রামেরই তা বুঝতেও পারেননি তিনি। হত্যে দিয়ে পড়ে থাকতেন থানায়, যদি মেয়ের খোঁজ মেলে।

এদিকে পুলিশ তদন্তে নেমে গ্রামকে গ্রাম তল্লাশি চালায়। কোথাও কোনও খোঁজ মেলে না কিশোরীর। পালিয়ে গেল না কি খারাপ কিছু হয়েছে কিশোরীর সঙ্গে তা খুঁজতে গিয়ে হিমশিম অবস্থা পুলিশের। এই ভাবেই কেটে যায় ৯ মাস। কিছুদিন আগে পুলিশ জানতে পারে, কিশোরীর পাশের গ্রামের বাসিন্দা এক যুবক দীর্ঘদিন ধরে গায়েব। তার কোনও পাত্তা পাওয়া যাচ্ছে না। পরিবারও কিছু জানে না।

Advertisment

তখনই পুলিশ রহস্য উন্মোচনের কাছাকাছি পৌঁছে যায়। যুবকের মোবাইল লোকেশন ট্র্যাক করার চেষ্টা শুরু করে পুলিশ। তারপর বারাণসীতে সূত্র মারফত যুবকের খোঁজ পায় পুলিশ। শুক্রবার বারাণসীতে যুবককে গ্রেফতার করে পুলিশ। মেয়েটিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে।

আরও পড়ুন প্রকৃতির রোষে ‘দেবভূমি’, মৃতের সংখ্যা বেড়ে ৬৮

কিশোরী পুলিশকে জানিয়েছে, ১৬ জানুয়ারি অপহরণ করে বারাণসীতে নিয়ে আসে যুবক। তারপর ৯ মাস ধরে বন্দি করে রেখে লাগাতার ধর্ষণ করে। পুলশ ভারতীয় দণ্ডবিধিতে ধর্ষণের মামলা এবং পকসো আইনে মামলা রুজু করেছে। মেয়েটিকে জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh Teen raped