শিক্ষক আন্দোলনের মধ্যে গিয়ে জেলাশাসককে ফোন। "আমি তেজস্বী যাদব বলছি", একথা শোনার পরই স্যর বলে সম্বোধন করলেন জেলাশাসক। বিহারের এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিক্ষকদের আন্দোলনের সমর্থনে পাটনায় অবস্থান মঞ্চে গিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী।
শিক্ষকদের অভিযোগ ছিল, শান্তিপূর্ণ ধরনায় বসতে বাধা দেওয়া হচ্ছে তাঁদের। তখনই পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংকে ফোন করেন তেজস্বী। বলেন, "আমি তেজস্বী যাদব বলছি, শিক্ষকদের কেন আন্দোলনে বাধা দিচ্ছেন?" স্পিকার ফোনে সেই কথোপকথন এখন পাটনার টক অফ দ্য টাউন। তিনি জিজ্ঞেস করেন, রোজ অবস্থানে বসার জন্য কি অনুমতি নিতে হবে? বলেন, "শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাঁদের খাবার ফেলে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, তাঁরা আমাকে জিজ্ঞেস করছেন, কেন তাঁদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে?"
আরও পড়ুন বাংলার ধাঁচে অন্ধ্রপ্রদেশে ‘দুয়ারে চাল’-এর ব্যবস্থা করলেন জগন রেড্ডি
এরপর তিনি জেলাশাসককে বলেন, তিনি হোয়াটসঅ্য়াপে শিক্ষকদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন। প্রথমে নিজের পরিচয় দেননি তেজস্বী। যখন জেলাশাসক আন্দোলনে বসার জন্য অনুমতিপত্র চান, তখন তেজস্বী বলেন, "আমি তেজস্বী যাদব বলছি, ডিএম সাহেব!" তেজস্বীর গলা শুনেই জেলাশাসক একটু বিরতি নিয়ে বলেন, "আচ্ছা, ওকে স্যর!" তেজস্বীর নাম শুনে জেলাশাসকের গলার সুর নরম হতেই হাততালি দিয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষকরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন