২০০ কোটির বাংলো কিনেছেন মাত্র ৪ লাখে', ইডির বিস্ফোরক দাবি, চোখ কপালে তুলবেই! জমির বিনিময়ে চাকরির মামলায় ইডি স্ক্যানারে লালু পরিবার! রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশি নগদ এবং ৬০০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে৷ সব দেখে শুনে চোখ কপালে ইডি আধিকারিকদের। শুক্রবার (১০ মার্চ), ইডি ‘ল্যান্ড ফর জব স্ক্যাম’ কেলেঙ্কারি মামলায় লালু যাদবের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অন্যান্য ঘনিষ্ঠদের দিল্লি, মুম্বাই, নয়ডা, রাঁচি, গাজিয়াবাদ এবং পাটনায় ১৫টি জায়গায় অভিযান চালায়।
ইডি দাবি করেছে, 'চাকরির জন্য জমি কেলেঙ্কারি' মামলায় ২৪টি জায়গায় অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে নগদ ১ কোটি টাকা, ১৯০০ মার্কিন ডলার, ৫৪০ গ্রাম সোনা ও দেড় কেজি স্বর্ণালঙ্কার। যার বাজার দর প্রায় ১.২৫ কোটি টাকা বলে জানা গেছে। এ ছাড়া সম্পত্তি ও জমি বিক্রি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অভিযানে এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ২৫০ কোটি টাকার বেনামি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
ইডি-র তদন্তে আরও জানা গিয়েছে যে দিল্লির 'নিউ ফ্রেন্ডস কলোনি'-তে যে বাংলো তে তেজস্বী ও তার পরিবার রয়েছেন সেই চারতলা প্রাসাদসম বাংলো কেনার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এই বাংলোটি তেজস্বী যাদব এবং পরিবারের মালিকানাধীন মেসার্স এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের নামে রেজিস্টার রয়েছে। ইডি সূত্রে খবর এই বাংলোটি মাত্র ৪ লক্ষ টাকায় কেনা হয়েছে। যার বাজার দর বর্তমানে ১৫০-২০০ কোটি টাকা। এই বাংলো কেনার ক্ষেত্রে ‘মানি লন্ডারিং’-এর অভিযোগ সামনে এনেছে ইডি।
আরও পড়ুন: < ‘শক্তি আর আবেগ’ মিলেমিশে একাকার, বছরভর হবে নৈহাটির ‘বড়মা’ দর্শন, মায়ের নামেই ‘ফেরি সার্ভিস’ >
যেসব স্থানে অভিযান চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দিল্লিতে তেজস্বী যাদবের বাড়ি এবং লালু যাদবের তিন মেয়ে হেমা, রাগিনী ও চন্দার বাড়ি। লালু যাদবের শ্যালক জিতেন্দ্র যাদবের গাজিয়াবাদের বাড়িতেও অভিযান চালায় ইডি। এ ছাড়া পাটনার ফুলওয়ারিশরিফে লালুর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন আরজেডি বিধায়ক আবু দোজানার বাড়িতেও অভিযান চালায় তদন্তকারী সংস্থার দল।
ইডি এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি। তদন্ত সংস্থা বলেছে যে কাগজে কলমে, ফ্রেণ্ডস কলোনির বাংলোটি এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড এবং একে ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেডের অফিস হিসাবে রেজিস্টার রয়েছে। তবে, এটি তেজস্বী যাদব আবাসিক সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন।