Advertisment

সিএএ বিরোধী প্রস্তাব পাসের পথে এবার তেলঙ্গানাও

কেরালা, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের পর এবার ষষ্ঠ রাজ্য হিসেবে তেলঙ্গানা বিধানসভায় পাস হতে চলেছে সিএএ বিরোধী প্রস্তাব।

author-image
IE Bangla Web Desk
New Update
caa protests, সিএএ বিক্ষোভ, তেলঙ্গানা, তেলেঙ্গানা, তেলঙ্গানা সিএএ, তেলেঙ্গানা সিএএ, telangana caa resolution, তেলঙ্গানায় সিএএ বিরোধী প্রস্তাব, তেলেঙ্গানায় সিএএ বিরোধী প্রস্তাব, caa resolution, telangana on caa protests, kcr, কে চন্দ্রশেখর রাও

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সিএএ বিরোধিতায় আওয়াজ তুলছে একের পর এক রাজ্য। এবার সিএএ বিরোধী প্রস্তাব পাস করতে চলেছে তেলঙ্গানা সরকার। কেরালা, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের পর এবার ষষ্ঠ রাজ্য হিসেবে তেলঙ্গানা বিধানসভায় পাস হতে চলেছে সিএএ বিরোধী প্রস্তাব। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রস্তাব পাস করেছে পুদুচেরি।

Advertisment

সে রাজ্যের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানা মন্ত্রিসভা। একইসঙ্গে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের এই আইন বাতিল করার আর্জি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে রবিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরুতে প্রথম পুরসভা হিসেবে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে।

আরও পড়ুন: জামিয়াকাণ্ডে ২ কোটির ক্ষতিপূরণ দাবি পড়ুয়ার, কেন্দ্র-দিল্লি পুলিশকে নোটিস হাইকোর্টের

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম কেরালা বিধানসভায় প্রস্তাবনা পাস করা হয়। সিএএ ইস্যুতে কেরালার পথে হেঁটে প্রস্তাব পেশ করে পাঞ্জাবের অমরিন্দর সরকারও। সিএএ ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে শিরোমণি অকালি দল। বিধানসভায় অমরিন্দর সিংয়ের প্রস্তাবকে সমর্থন করেছে তারা। যদিও সংসদে সিএএ-র সমর্থনেই ভোট দিয়েছিল শিরোমণি অকালি দল। দেশের তৃতীয় রাজ্য হিসাবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস হয় রাজস্থান বিধানসভায়। পাশাপাশি এনপিআর আপডেট করার জন্য যে তথ্যগুলি চেয়েছে কেন্দ্র তা প্রত্যাহার করার আবেদনও জানানো হয়। এরপরই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয় সিএএ বিরোধী প্রস্তাব। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নয়া নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানিয়ে প্রস্তাব পাস করেছে মধ্যপ্রদেশ মন্ত্রিসভা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news caa
Advertisment