Telangana Tunnel Collapse: ৪৮ ঘন্টা পার! এখনও সুড়ঙ্গে আটকে ৮ শ্রমিক, বাড়ছে রক্তচাপ, বেঁচে আছেন আদৌ?

Telangana Tunnel Collapse: ভারতীয় সেনাবাহিনী এনডিআরএফ এবং এসডিআরএফের টিম টানেলের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নিরন্তর কাজ করে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত মেলেনি সাফল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Telangana Tunnel Collapse:

৪৮ ঘন্টা পার! এখনও সুড়ঙ্গে আটকে ৮ শ্রমিক, বাড়ছে রক্তচাপ, বেঁচে আছেন আদৌ?

Telangana Tunnel Collapse: ৪৮ ঘন্টা পার! এখনও সুড়ঙ্গের ভেতরে আটকে ৮ শ্রমিক। কাদা ও ধ্বংসাবশেষের কারণে আটকে উদ্ধারকাজ।

Advertisment

ভারতীয় সেনাবাহিনী এনডিআরএফ এবং এসডিআরএফের টিম টানেলের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নিরন্তর কাজ করে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত মেলেনি সাফল্য।

তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ে আটকে পড়েন আট জন শ্রমিক। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীও এনডিআরএফের সাথে কাজ করছে

মন্ত্রী উত্তম কুমার রেড্ডি বলেন, শনিবার সকালে যখন নির্মীয়মাণ সুড়ঙ্গ  ধসে পড়ে তখন প্রায় ৭০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। দুর্ঘটনার পর শ্রমিকদের বেশিরভাগই পালিয়ে যেতে সক্ষম হন। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা মূলত উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, ঝাড়খণ্ডের বাসিন্দা। 

Advertisment

নাগারকুর্নুল জেলা শাসক নিজে উদ্ধার অভিযান তদারকি করছেন। তিনি জানিয়েছেন, 'এনডিআরএফ-এর চারটি দল সেখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে। শ্রমিকদের উদ্ধারে সব রকম চেষ্টা করা হচ্ছে। 

এনডিআরএফের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, 'গত রাতে একটি দল সুড়ঙ্গের ভেতরে গিয়েছিল।' সেখানে প্রচুর ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে । যার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। 

Telengana