scorecardresearch

পাক বিদেশমন্ত্রীর উপস্থিতিতে SCO বৈঠকে সীমান্ত সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

প্রায় ১২ বছর পর ভারত সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী।

bilawal bhutto zardari, jaishankar bilawal bhutto zardari meeting, sco meeting jaishankar, sco meeting bilawal bhutto zardari, sco meeting goa, sco foreign ministers meeting, latest news, indian express

‘আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সকল প্রকার সন্ত্রাস বন্ধ করতে হবে’ । গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) এর বৈঠকে বিরাট বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের। বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে অভর্থ্যনা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।

সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার জন্য ভারতের তরফে একাধিকবার ইসলামাবাদের দিকে অভিযোগ করা হয়েছে। সেই আবহে এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস এর বৈঠকে যোগ দিলেন বিলাওয়াল ভুট্টো। এদিন গোয়ার বিমানবন্দরে পাক বিদেশমন্ত্রীকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্ম সচিব জেপি সিং।

শুক্রবার গোয়ার পানাজিতে SCO বিদেশ মন্ত্রীদের কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর এসসিও সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানান। এই বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও ভারতে পৌঁছেছেন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

SCO বৈঠক চলাকালীন তার ভাষণে, ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে লক্ষ্য করেন। জয়শঙ্কর বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদকে কোন ভাবেই বরদাস্ত হয়। সন্ত্রাসবাদকে অবিলম্বে বন্ধ করতে হবে। এর মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং অন্য সব ধরনের সন্ত্রাসবাদ। এসসিও বৈঠকের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা।

জয়শঙ্কর আরও বলেন যে এসসিওর সংস্কার এবং আধুনিকীকরণ নিয়েও আলোচনা হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইংরেজিকে এসসিও-এর তৃতীয় সরকারী ভাষা করা হোক, যাতে ইংরেজিভাষী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও গভীরভাবে আলোচনা করা যায়। ভারত তার দাবির পক্ষে সদস্য দেশগুলির সমর্থনও চেয়েছে।

SCO বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার গোয়া পৌঁছেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে । বৃহস্পতিবার সন্ধ্যায় এসসিও সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারত-পাক উভয় দেশের বিদেশমন্ত্রীরা এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে হাত মেলান।

প্রায় ১২ বছর পর ভারত সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী । এর আগে ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ভারত সফর করেছিলেন। অন্যদিকে গোয়ার বেনৌলিমে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সেই বৈঠকে ভারত ও চিনের মধ্যে শান্তি ফেরাতে আলোচনা হয়েছে বলে জানান জয়শঙ্কর।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Terrorism must be stopped in all its forms including cross border terrorism says jaishankar at sco meet