ভয়াবহ জঙ্গিহানায় মৃত্যু হয়েছে ১৫ জনের। পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ জঙ্গি হামলার বলি ৪ পুলিশকর্মী সহ ১৫ সাধারণ নাগরিক। বন্দুকযুদ্ধ চলাকালীন নিহত হয়েছে ৯ জঙ্গিও। সোমবার প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২৯ এবং ৩০ জানুয়ারির মধ্যবর্তী রাতে, "আত্মঘাতী বোমা হামলা চালায় বেশ কয়েকজন জঙ্গি। পালটা জবাব দেয় পুলিশও। এই ঘটনায় ৯ জঙ্গির মৃত্যু হয়েছে পাশাপাশি ৪ পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে দুজন সাধারণ মানুষ শহীদ হয়েছেন। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।
সোমবার রাতে, সন্ত্রাসীবাদীরা রকেট এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে বেলুচিস্তানের মাচ জেলে হামলা চালায়, কিন্তু নিরাপত্তা বাহিনী অন্তত সেই হামলা ব্যর্থ করে। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ৯ জঙ্গির মৃত্যু হয়েছে। একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেলকে লক্ষ্য করে অন্তত ১৫টি রকেট ছোড়া হয়েছে। এই জেলে অনেক জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে রাখা রয়েছে। বেলুচিস্তানের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন যে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তান জঙ্গি হামলা ব্যর্থ করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।