scorecardresearch

এনকাউন্টারে খতম কাশ্মীরি পণ্ডিতের ‘খুনি’, বড় সাফল্য পুলিশের

উপত্যকায় নৃশংসভাবে কাশ্মীরি পণ্ডিতকে খুনের ঘটনায় অভিযুক্ত জঙ্গিকে নিকেশ করল পুলিশ।

Terrorist who killed Kashmiri Pandit in Pulwana shot dead in encounter: J&K Police
বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ

দুদিনের মধ্যেই বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ। উপত্যকায় নৃশংসভাবে কাশ্মীরি পণ্ডিতকে খুনের ঘটনায় অভিযুক্ত জঙ্গিকে নিকেশ করল পুলিশ। পুলওয়ামা জেলার অবন্তীপোরায় পাদগামপোরা গ্রামে সেই জঙ্গিকে মঙ্গলবার এনকাউন্টার করেছে পুলিশ। দুদিন আগে ৪২ বছরের কাশ্মীরি পণ্ডিতকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল সেই জঙ্গি।

পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গির নাম আকিব মুস্তাক ভাট। হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল সে। টুইট করে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, নিহত জঙ্গির নাম আকিব মুস্তাক। পুলওয়ামার বাসিন্দা মুস্তাক মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে দ্য রেজিস্ট্যান্স ফোর্সের সঙ্গে কাজ করত। সঞ্জয় শর্মা নামে কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল সে।

দিন দুই আগেই সঞ্জয় শর্মা নামে পুলওয়ামার আচান এলাকার এক ব্যাঙ্ক নিরাপত্তাকর্মীকে খুন করা হয়। তাঁর বাড়ি থেকে ১০০ মিটার দূরে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যাওয়ার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তবে ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে যান। গুলিবদ্ধি অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সঞ্জয়ের।

আরও পড়ুন ফের ‘টার্গেট কিলিংয়ের’ ঘটনা…! রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত ‘কাশ্মীরি পন্ডিত’

বর্তমানে এই গ্রামে একমাত্র হিন্দু পরিবার ছিল সঞ্জয়ের। গত ২০২১ সালের অক্টোবর মাসে টার্গেট কিলিং শুরু হওয়ার পর থেকে এই নিয়ে সাতজন পণ্ডিত খুন হলেন উপত্যকায়। কাশ্মীরে সন্ত্রাস শুরু হওয়ার পর পাঁচ জন নিহতের মধ্যে তিনি ছিলেন চতুর্থজন যিনি উপত্যকা ছেড়েছিলেন। নিহত সঞ্জয়ের স্ত্রী ছাড়াও দুই কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। বড় মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Terrorist who killed kashmiri pandit in pulwana shot dead in encounter jk police