Advertisment

কাশ্মীরে জঙ্গি নিকেশে সেঞ্চুরি হাঁকাল সেনা! মঙ্গলবার সোপরে এনকাউন্টারে হত ৩ সন্ত্রাসবাদী

Kashmir Update: পেথশীর এলাকায় সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়েছে, এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে সেনা-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
Kashmir Update, Army Encounter

ফাইল ছবি

Kashmir Update: কাশ্মীরে জঙ্গি নিকেশে সেঞ্চুরি হাঁকাল ভারতীয় সেনা। মঙ্গলবার কাশ্মীরের সোপরে দুই পক্ষের গুলির লড়াইয়ে নিহত ৩ সন্ত্রাসবাদী। আর এই সংখ্যা ধরে চলতি বছরে উপত্যকায় শতাধিক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে দেশের সশস্ত্র বাহিনী। জানা গিয়েছে, সোমবার রাত থেকে বারামুলার সোপরে বাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। পেথশীর এলাকায় সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়েছে, এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে সেনা-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। মঙ্গলবার ভোরের দিকে বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়লে, পাল্টা জবাব দেওয়া হয়। সেই জবাবেই তিন জঙ্গির নিহত হওয়ার খবর মিলেছে।  

Advertisment

তবে নিহত জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত এখনও জানা যায়নি। এদিকে, চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়েছিল সেনাবাহিনী। ৭ অগাস্ট ভোরের এই সংঘর্ষে নিহত এক সন্ত্রাসবাদী। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল অত্যাধুনিক অস্ত্র। তবে নিহত সন্ত্রাসবাদীর কোনও পরিচয় জানা যায়নি।

জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সেই ভোরে বুদগাওঁ জেলার মচওয়া অঞ্চলে তল্লাশি শুরু করেন নিরাপত্তাবাহিনী। অন্ধকার থাকতে থাকতেই দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। এই সময়ই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গি। নিহতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য হতে পারে বলে অনুমান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir Army Encounter Kashmir Update Baramula Ultras
Advertisment