মহারাষ্ট্রের থানেরে একটি কলেজের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিও কাণ্ডের জের বরখাস্ত করা হল কলেজ ছাত্রকে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তুমুল বৃষ্টি পড়ছে। জল জমে কাদা হয়ে গিয়েছে আছে পুরো প্রাঙ্গন। তার মধ্যেই পুশ-আপ দেওয়ার পজিশনে উপুর হয়ে রয়েছে আট যুবক। তাদের পিছনে রয়েছে আরও এক যুবক, যার হাতে রয়েছে একটি মোটা লাঠি। আট যুবককে চলছে বেদম প্রহার।
শিউরে ওঠার মতো এই ভিডিও ঘিরেই ধুন্ধুমার পড়ে যায়। জানা গিয়েছে, ওই আট যুবকের প্রত্যেকেই মুম্বই সংলগ্ন থানের বান্দোদকর কলেজের। তারা ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি-র প্রশিক্ষণ নেন। ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ওই সিনিয়ার ছাত্রকে।
ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য বলেন, "এই ইউনিটের এনসিসি প্রশিক্ষককে সম্প্রতি বদলি করা হয়েছে। শিক্ষকদের অনুপস্থিতিতে সিনিয়র ক্যাডেটদের দায়িত্ব নেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।"
ভিডিওটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি গোপনে ক্যামেরায় ধারণ করেছে কয়েকজন ছাত্র। তারপরে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, প্রায় আটজন শিক্ষার্থীকে মাথা নিচু করে হাতের ওপর ভর দিয়ে পুশ-আপ পজিশনে উল্টো হয়ে রয়েছে। পিছনে দাঁড়িয়ে থেকে এক সিনিয়ার ছাত্র তাদের লাঠি দিয়ে সজোরে মারছে। তিনি ছাত্রদের এত জোরে আঘাত করছেন যে তিনি তার ভারসাম্য হারিয়ে ফেলছেন তারা।
প্রবীণ এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন সরকারকে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।