Advertisment

ট্রেনিংয়ের নামে কাদায় ফেলে বেদম মার, ভিডিও ভাইরাল হতেই তুলকালাম, বরখাস্ত অভিযুক্ত

ঘটনাটি গোপনে ক্যামেরায় রেকর্ড করে কয়েকজন ছাত্র

author-image
IE Bangla Web Desk
New Update
ncc cadets,thane ncc students video,thane,national cadet corps,ncc cadet status video,best cadet,ncc cadets demo,ncc cadets news,ncc cadets parade,life of a cadet,ncc student video,modi at ncc cadets,ncc cadets beaten,thane ncc,ncc video,shorts video stutas,indian army videos,thane news,ncc cadet,viral video,#ncc cadet,girl cadet selection,pm modi speech ncc cadets,ncc cadets pm modi speeks,perks given to ncc cadets,ncc short video,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

মহারাষ্ট্রের থানেরে একটি কলেজের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিও কাণ্ডের জের বরখাস্ত করা হল কলেজ ছাত্রকে।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তুমুল বৃষ্টি পড়ছে। জল জমে কাদা হয়ে গিয়েছে আছে পুরো প্রাঙ্গন। তার মধ্যেই পুশ-আপ দেওয়ার পজিশনে উপুর হয়ে রয়েছে আট যুবক। তাদের পিছনে রয়েছে আরও এক যুবক, যার হাতে রয়েছে একটি মোটা লাঠি। আট যুবককে চলছে বেদম প্রহার।

শিউরে ওঠার মতো এই ভিডিও ঘিরেই ধুন্ধুমার পড়ে যায়। জানা গিয়েছে, ওই আট যুবকের প্রত্যেকেই মুম্বই সংলগ্ন থানের বান্দোদকর কলেজের। তারা ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি-র প্রশিক্ষণ নেন। ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ওই সিনিয়ার ছাত্রকে।

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য বলেন, "এই ইউনিটের এনসিসি প্রশিক্ষককে সম্প্রতি বদলি করা হয়েছে। শিক্ষকদের অনুপস্থিতিতে সিনিয়র ক্যাডেটদের দায়িত্ব নেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।"

ভিডিওটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি গোপনে ক্যামেরায় ধারণ করেছে কয়েকজন ছাত্র। তারপরে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, প্রায় আটজন শিক্ষার্থীকে মাথা নিচু করে হাতের ওপর ভর দিয়ে পুশ-আপ পজিশনে উল্টো হয়ে রয়েছে। পিছনে দাঁড়িয়ে থেকে এক সিনিয়ার ছাত্র তাদের লাঠি দিয়ে সজোরে মারছে। তিনি ছাত্রদের এত জোরে আঘাত করছেন যে তিনি তার ভারসাম্য হারিয়ে ফেলছেন তারা।

প্রবীণ এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন সরকারকে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

Thane
Advertisment