scorecardresearch

ব্রিটেনে বিবিসিতে বিদ্রোহ! ফুটবল মহাতারকা গ্যারি লিনেকারের পাশে থেকে কর্মবিরতি উপস্থাপকদের

শরণার্থীদের ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা হিটলারের নাৎসি জার্মানির মতই মনে হয়েছে লিনেকারের।

Rishi_Sunak
সুনাকের নেতৃত্বেই নতুন শরণার্থী আইনের পথে হেঁটেছে ব্রিটেন।

ব্রিটিশ সরকারের নতুন শরণার্থী নীতির তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ফুটবল তারকা এবং ফুটবল অনুষ্ঠানের উপস্থাপক গ্যারি লিনেকার। এই সমালোচনার জন্য লিনেকারের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বিবিসি। তার জেরে এবার বিবিসির বিরুদ্ধেই একজোট হলেন খেলোয়াড় এবং উপস্থাপকরা। তাঁরা ব্রিটিশ সরকারের মুখপত্র বিবিসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং বাকস্বাধীনতাকে দমন করার অভিযোগ এনেছেন। এই পরিস্থিতিতে বিবিসি অবশ্য পাশে পেয়েছে ব্রিটেনের শাসক কনজারভেটিভ পার্টিকে।

এই বিতর্কের সূত্রপাত লিনেকারের একটি টুইট। সেই টুইটে প্রাক্তন ফুটবল মহাতারকা ব্রিটিশ সরকারের সমালোচনা করেন। শরণার্থীদের সম্পর্কে ব্রিটিশ আইন প্রণেতাদের ভাষার তুলনা তিনি টেনেছেন নাৎসি জার্মানির সঙ্গে। সেই কারণেই লিনেকারকে ‘ম্যান অফ দ্য ডে’ অনুষ্ঠানের হাইলাইট উপস্থাপনা থেকে বাদ দেওয়া হয়। পালটা বিবিসির মধ্যাহ্নভোজের সময়ে হওয়া ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানের উপস্থাপকরা জানিয়ে দেন, তাঁরা নিজেদের অনুষ্ঠান করবেন না লিনেকারের প্রতি সহমর্মিতা দেখাতে।

পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে বিবিসি কোনওভাবেই তা সামাল দিতে পারেনি। বাধ্য হয়ে বিশ্বের মিডিয়া দুনিয়ার অন্যতম নেতৃত্ব দানকারী এই সংস্থা ‘ফুটবল ফোকাস’কে তার শনিবারের সূচি থেকেই বাদ দেয়। বদলে ‘ফুটবল ফোকাস’-এর সময়টায় তাদের বহু প্রশংসিত এবং জমিয়ে রাখা অনুষ্ঠান ‘বারগেইন হান্ট’ চালিয়ে দেয়। এই অবস্থায় লিনেকারকে ছাড়া ‘ম্যাচ অফ দ্য ডে’ অনুষ্ঠান করতে রাজি হননি অন্যান্য ক্রীড়াবিদরাও। বাধ্য হয়ে বিবিসি জানায়, কোনও বিশেষজ্ঞ উপস্থাপক ছাড়াই তারা ‘ম্যাচ অফ দ্য ডে’ সম্প্রচার করবে। আর, এই অনুষ্ঠানে কোনও খেলোয়াড়ের সাক্ষাৎকারও দেখানো হবে না।

আরও পড়ুন- জন্মহারে চরম উদ্বেগ, তুমুল চিন্তায় জাপান

এই পরিস্থিতিতে লিনেকারের পাশে দাঁড়িয়েছে পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, লিনেকারের প্রতি সমর্থন জানিয়ে বেশ কয়েকজন ফুটবলার অনুষ্ঠানটা বয়কট করতে চেয়েছিলেন। যার জেরে আজকের খেলায় অংশগ্রহণকারী কোনও খেলোয়াড়কেই বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে না।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: The bbc faced an escalating crisis saturday