scorecardresearch

বাদশা-পুত্রের পিছনে লেগে এখন নিজেই বিপাকে ওয়াংখেড়ে, নার্কোটিক্স কর্তাকে সিবিআই তলব

আরিয়ানকে গ্রেফতার করে টাকার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

CBI
মধ্যে অভিযুক্ত সমীর ওয়াংখেড়ে

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বুধবার মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়েকে তাঁর মুম্বইয়ের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। ‘কর্ডেলিয়া ক্রুজ ড্রাগ বাস্ট’ মামলায় আরিয়ান খানকে জড়ানোর হুমকি দিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সমীর ও অন্য চার জনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। এই দুর্নীতির মামলা দায়েরের কয়েকদিন পর সমনটি এল। সূত্রের খবর, এই মামলায় সিবিআই ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাঁর কাছ থেকে গোটা বিষয়টি আরও বিস্তারিত জানতে চায়।

২০০৮-ব্যাচের আইআরএস অফিসার ওয়াংখেড়ে এনসিবির মুম্বই জোনের প্রধান ছিলেন। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বই উপকূলে একটি জাহাজে অভিযান চালিয়েছিল এনসিবি। সেই অভিযানে অফিসারদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়াংখেড়ে। ওই অভিযানে এনসিবি ১৩ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করার দাবি করেছিল। অভিযানে ৫ গ্রাম মেফেড্রোন, ২১ গ্রাম গাঁজা, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১.৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। শাহরুখের ছেলে আরিয়ান-সহ ১৭ জনকে ওই মামলায় গ্রেফতার করেছিল এনসিবি।

২০২১ সালের কর্ডেলিয়া ক্রুজ শিপ ‘ড্রাগ বাস্ট মামলার একজন সাক্ষী অভিযোগ করেছেন, আরিয়ান খানকে এই মামলায় মিথ্যাভাবে জড়ানোর হুমকি দিয়ে বলিউড অভিনেতার পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে। এনসিবির বিশেষ দল (সিট)-এর তদন্তেও তা উঠে এসেছে। সেই তদন্তে আরও দেখা গেছে যে আলোচনার পরে, চুক্তিটি ১৮ কোটি টাকায় চূড়ান্ত হয়েছিল। যার ভিত্তিতে ৫০ লক্ষ টাকা টোকেন পরিমাণ হিসেবে তদন্তকারীদের নেওয়া হয়েছিল। এই তদন্তের ভিত্তিতে সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির তদন্তকারী দলের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

আরও পড়ুন- করোনার পর ডেঙ্গু, মোদী জমানায় ভ্যাকসিন বানিয়ে বিরাট সাফল্যের পথে ভারত

সিটের তদন্তে আরও জানা গেছে যে স্বতন্ত্র সাক্ষী কেপি গোসাভি ২৫ কোটি টাকা চেয়েছিলেন। তিনি এনসিবি আধিকারিকদের হয়ে ডিল করেছিলেন। বদলে, ওয়াংখেড়ের নেতৃত্বাধীন দলটি সন্দেহভাজন ১৭ জনের নাম অভিযোগের তালিকা থেকে বাদ দিয়েছিল।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: The central bureau of investigation wednesday summoned former narcotics control bureau officer sameer wankhade