scorecardresearch

এক্সপ্রেস গভর্ন্যান্স অ্যাওয়ার্ডস: ‘দক্ষ প্রশাসক মিরাকেল ঘটাতে পারেন…প্রশাসন গণতন্ত্রের মেরুদণ্ড’

বিচারপতি লোধা বলেন, জেলাশাসকদের মহান কাজের স্বীকৃতি প্রদানে জুরি হতে পেরে অভিভূত। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি বলেন, ‘‘একজন ভাল আধিকারিক মিরাকেল ঘটাতে পারেন’’।

Express Governance Awards, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সেলেন্স ইন গভরন্যান্স অ্যাওয়ার্ডস, এক্সপ্রেস পুরস্কার, The Indian Express Excellence in Governance Awards
প্রদান করা হল ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সেলেন্স ইন গভরন্যান্স অ্যাওয়ার্ডস’। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জমকালো সন্ধ্যায় চুলচেরা বিচারের পর শেষমেশ ১৬ জন জেলাশাসকের হাতে তুলে দেওয়া হল ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সেলেন্স ইন গভরন্যান্স অ্যাওয়ার্ডস’। কৃষি থেকে শিক্ষা, প্রযুক্তি থেকে মহিলাদের উন্নয়ন, এমন ১৬টি বিভাগে পুরস্কৃত করা হল। ২৪টি রাজ্যের ৮৪টি জেলা থেকে ২৪৯ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। যাঁদের মধ্যে থেকে সেরা হিসেবে ১৬ জনকে বেছে নিলেন জুরিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকরি, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ, রামবিলাস পাসোয়ান, পীযূষ গোয়েল, জীতেন্দ্র সিং। জেলাশাসকদের সম্মান প্রদান অনুষ্ঠানে ছিলেন এক্সপ্রেস গ্রুপের চেয়ারম্যান বিবেক গোয়েঙ্কা, এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের চিফ এডিটর রাজ কমল ঝা।

আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার পি চিদাম্বরম

কারা পেলেন পুরস্কার, জেনে নিন একনজরে…

কার্তিকেয় মিশ্র (পূর্ব গোদাবরী, অন্ধ্র প্রদেশ), বিভাগ – দক্ষতা উন্নয়ন ও মাওবাদী-অধ্যুষিত অঞ্চলে বিকাশ
সন্দীপ নানদুরি (তিরুনেলভেলি, তামিল নাড়ু), বিভাগ – কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ
আয়াজ তামবোলি (বিজাপুর, কর্ণাটক), বিভাগ – স্বাস্থ্য
আস্তিক কুমার পাণ্ডে (আকোলা, মহারাষ্ট্র), বিভাগ – সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা
রাজকুমার যাদব (দক্ষিণ সিকিম), বিভাগ – উত্তর পূর্বাঞ্চলীয় জেলা
বিবেক যাদব (ভিজিয়ানাগ্রাম, অন্ধ্র প্রদেশ), বিভাগ – শক্তি
ডা. এ শরত (জাগতিয়াল, অন্ধ্র প্রদেশ), বিভাগ – শিক্ষা
তুকারাম মুন্ধে (নভি মুম্বই, মহারাষ্ট্র), বিভাগ – প্রযুক্তির বাস্তবায়ন
ডা. প্রশান্ত ভোলানাথ নারনাওয়ারে (ওসমানাবাদ, মহারাষ্ট্র), বিভাগ – কৃষি
সি আর খরসন (ভালসাড়, মহারাষ্ট্র), বিভাগ – সর্বব্যাপী উদ্ভাবন
রাকেশ কনবর (কুল্লু, হিমাচল প্রদেশ), বিভাগ – সমাজ কল্যাণ
ডা. মাধবী খোড়ে চাওয়ারে (নাগপুর, মহারাষ্ট্র), বিভাগ – শিশু বিকাশ
আশিস সাক্সেনা (ঝাবুয়া, মধ্য প্রদেশ), বিভাগ – নারী কল্যাণ
ডা. শাহিদ ইকবাল চৌধুরী (উধমপুর, জম্মু), বিভাগ – জম্মু ও কাশ্মীর এলাকা
ডা. এস লক্ষণন (কাছাড়, আসাম), বিভাগ – সীমান্তবর্তী জেলা

জুরিদের প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আর এম লোধা। এদিন জুরির চেয়ারপার্সন বিচারপতি লোধা বলেন, জেলাশাসকদের মহান কাজের স্বীকৃতি প্রদানে জুরি হতে পেরে অভিভূত। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি বলেন, ‘‘একজন দক্ষ প্রশাসক মিরাকেল ঘটাতে পারেন’’।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: The indian express excellence in governance awards dms