scorecardresearch

নতুন আইনমন্ত্রীর ব্যাকগ্রাউন্ড জানলে রীতিমতো চমকে যেতে হয়, কে এই অর্জুন মেঘওয়াল?

বৃহস্পতিবারই রাষ্ট্রপতি রদবদলে সই করেছেন।

Modi_Meghawal
মোদী সরকারের নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হল। কিরেন রিজিজুর জায়গায় কেন্দ্রীয় আইনমন্ত্রী হলেন রাজস্থানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ অর্জুন রাম মেঘওয়াল। মেঘওয়াল এর আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন। তবে, তিনি কখনও পূর্ণমন্ত্রী ছিলেন না। এই প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন।

মোদী-মন্ত্রিসভায় রিজিজু
মোদী সরকারের দ্বিতীয় জমানায় ২০১৯ সালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন কিরেন রিজিজু। ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর রিজিজুকে আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। রবিশংকর প্রসাদের জায়গায় রিজিজুকে কেন্দ্রীয় আইনমন্ত্রী করা হয়েছিল। রিজিজু দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। পশ্চিম অরুণাচল লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে লড়াই করে তিনি জয়ী হন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন। ২০১৪ সালে ফের তিনি সাংসদ হন। তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত করেছেন মোদী। রিজিজু বর্তমানে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব পালন করবেন।

অবসরপ্রাপ্ত আইএএস অফিসার
বিজেপি দীর্ঘদিনের নেতা তথা সাংসদ অর্জুন রাম মেঘওয়াল একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি প্রশাসনিক পরিষেবার দায়িত্বে ছিলেন। রাজস্থান সরকারে জেলা ম্যাজিস্ট্রেট (কালেক্টর) হিসেবে কাজ করেছেন। রাজস্থান ক্যাডারের আইএএস মেঘওয়ালের জন্ম বিকানেরেই। আইনে স্নাতক হওয়ার পর তিনি রাজস্থানেই স্নাতকোত্তর পাশ করেন। এরপর ফিলিপিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

মোদী সরকারে মেঘওয়াল
৭০ বছর বয়সি এই নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রথম মেয়াদে সংসদীয় বিষয়ক, জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির সদস্য।

সংসদে মেঘওয়াল
২০০৯ সালে, মেঘওয়াল বিকানের থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৬তম লোকসভার জন্য ২০১৪ সালের সাধারণ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি ফের নির্বাচিত হন। এই ভাবে টানা তিনবার বিজেপির টিকিটে সংসদ হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। সাংসদ হিসেবে দ্বিতীয় মেয়াদে তিনি লোকসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন। স্পিকার তাকে নিম্নকক্ষের হাউস কমিটির চেয়ারম্যানও মনোনীত করেন। ২০১৩ সালে তাঁকে সংসদে সেরা সাংসদের পুরস্কার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে, নতুন দায়িত্বে কে?

সরকারি বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রী অর্জুন রাম মেঘওয়াল, তাঁর বর্তমান মন্ত্রকগুলো ছাড়াও কিরেন রিজিজুর পরিবর্তে আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’ বৃহস্পতিবার প্রথামাফিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই রদবদলে অনুমোদন দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: The newly appointed law minister arjun ram meghwal