সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের শিরোপা, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোবিন্দ

বর্তমানে রামনাথ গোয়েঙ্কা মেমোরিয়াল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানটি মিডিয়া ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছে।

বর্তমানে রামনাথ গোয়েঙ্কা মেমোরিয়াল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানটি মিডিয়া ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
the Ramnath Goenka Awards for Excellence in Journalism

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি

ছত্তিশগড়ের বাস্তার জঙ্গল হোক কিংবা মাওবাদীদের নাবালিকা ধর্ষণের মতো ঘটনা হোক, তদন্তমূলক সাংবাদিকতার মাধ্যমে সব খবরকে সবার আগে যারা নিয়ে এসেছেন ২০১৮ সালে, সেই সব সাংবাদিকদের সম্মান জানানো হল দ্য রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস-এ। সোমবার নিউ দিল্লিতে পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisment

খবরের মেরুকরণের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে যেখানে ভুয়ো তথ্য থেকে সত্য খবরকে তুলে আনাটাই চ্যালেঞ্জ, সেই জায়গায় নির্ভুল এবং ন্যায়সঙ্গত সাংবাদিকতাকে শ্রেষ্ঠত্বের শিরোপার সম্মান দিল রামনাথ গোয়েঙ্কা পুরস্কার। বিপদসঙ্কুল এবং কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নির্ভুল সাংবাদিকতা করেছেন যারা, ২০০৬ সাল থেকেই প্রিন্ট, ডিজিট্যাল এবং ব্রডকাস্টিং মিডিয়ার সেই সকল নির্ভীক সাংবাদিকদের পুরস্কৃত করে আসছে রামনাথ গোয়েঙ্কা জার্নালিজম অ্যাওয়ার্ড। বর্তমানে রামনাথ গোয়েঙ্কা মেমোরিয়াল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানটি মিডিয়া ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছে।

Advertisment

publive-image দ্য রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস-এ রাষ্ট্রপতি

publive-image দ্য রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস-এ অথিতিরা

publive-image মঞ্চে রয়েছেন চেয়ারম্যান এবং মেনেজিং ডিরেক্টর বিবেক গোয়েঙ্কা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ গোয়েঙ্কা

publive-image উপস্থিত সাংবাদিক সহ বিশিষ্ট অতিথিরা

প্রতিটি বিভাগে এক লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। এমনকী প্রিন্ট বা টেলিভিশন যে খবরকে সেই উচ্চতায় আনতে পারেনি করতে পারেনি, অথচ নন ফিকশন কোনও লেখক যদি সেই ঘটনাকে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে কভার করে থাকেন, পুরস্কৃত করা হয়েছে তাঁকেও। বিজয়ীদের নির্বাচিত করেছেন টম গোল্ডস্টেন (জিন্দাল স্কুল অফ জার্নালিজম এবং কমিউনিকেশনের প্রফেসর), ও পি জিন্দাল, এস ওয়াই কুরেশি (প্রাক্তন নির্বাচন কমিশনার), পামেলা ফিলিপোস (সাংবাদিক) এবং অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ।

Read the story in English