তরুণ ভারতীয়দের মানসিকতার সঙ্গে বিরাট কোহলির মানসিকতা তুলনা টানলেন প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বুধবার দাবি করেছেন যে বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম স্রেফ সুযোগের অভাবে স্টার্ট আপ স্থাপন করতে বিদেশে যাচ্ছেন কারণ তারা সেই সুযোগ-সুবিধাটুকু পাচ্ছেন না। তারা ভারতে থেকে খুশি নয়। তিনি বলেছিলেন যে তরুণ ভারতীয়দের মানসিকতার সঙ্গে 'বিরাট কোহলি মানসিকতার তুলনা টানা চলে। কারণ তরুণ যুবসমাজ বিশ্বাস করে তারাও কারুর থেকে কোন অংশে কম নয়।
রঘুরাম রাজনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন প্রচুর ভারতীয় তাদের স্টার্ট আপ স্থাপন করতে এখন সিঙ্গাপুর বা সিলিকন ভ্যালিতে যাচ্ছেন? তিনি বলেছিলেন, 'তারা সত্যিই বিশ্বব্যাপী নিজেকে আরও প্রসারিত করতে চায়। আমার মনে হয়, ভারতে একটা শ্রেণির তরুণ প্রজন্ম রয়েছেন যাদের মানসিকতা বিরাট কোহলির মতো। তারা মনে করেন 'আমি পৃথিবীর কারুর থেকে কোন অংশে পিছিয়ে নেই'।
২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে পরিণত করা শীর্ষক এক আলোচনায় রাজন বলেন, “এই মুহূর্তে দেশের গোল্ডেন পিরিয়ড চলছে। আমাদের জিডিপি (GDP) বৃদ্ধির হার ৬ শতাংশের আশেপাশে। তা সত্ত্বেও এটা উদ্বেগের কারণ, চিন বা কোরিয়ার যখন সোনালি সময় ছিল তখনকার থেকে ভারতের বর্তমান জিডিপি বৃদ্ধির হার অনেক কম। পাশাপাশি তিনি বলেন, 'তরুণ প্রজন্মকে চাকরির সুযোগ দিতে ব্যর্থ মোদী সরকার'।