রাজধানী দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণে উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। দূষণরোধে জরুরি পদক্ষেপ হিসাবে কয়েক দিনের জন্য লকডাউন করার পরামর্শ দিয়েছেন তিনি।
দিল্লির বায়ুদূষণ নিয়ে একটি মামলার শুনানিতে শনিবার শীর্ষ আদালতের তরফে কেন্দ্রকে বলা হয়েছে যে, 'কীভাবে রাজধানীর বাতাসের গুণমান ৫০০-র বদলে ২০০ করা যায় তা জানানো হোক। আমরা কি ২ দিনের লকডাইনের মতো কিছু ভাবতে পারি। মানুষ বাঁচবে কীভাবে? দিল্লিতে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ এবং আগামী ২-৩ দিনে তা আরও খারাপ হবে। দীর্ঘকালীন পদক্ষেপের কথা পরে ভাব যাবে, আপাতত জরুরিভিত্তিতে কোনও পদক্ষেপ করা হোক।' প্রধান বিচারপতি দিল্লির অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 'পরিস্থিতি ভয়াবহ। আমাদের বাড়ির ভিতরেও মাস্ক পরতে হচ্ছে।'
কেন্দ্রের পাশাপাশি এদিন শুনানিতে দিল্লি সরকারকেও কার্যত ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। কেজরিওয়াল সরকারের থেকে শীর্ষ আদালত জানতে চায়, তাদের ধোঁয়া নিয়ন্ত্রণকারী টাওয়ার ও প্রকল্প তৈরির বিষয়টি কোন পর্যায়ে? 'রাজ্য সরকার সব স্কুল খুলে দিয়েছে। দূষণের মধ্যে দিয়েই পড়ুয়ারা যাতায়াত করছে। এটাতো কেন্দ্রের নয়, রাজ্যের আওতাধীন বিষয়। তাহলে এবার কী হল?'
সওয়াল জবাবের মধ্যেই সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয় যে, পাঞ্জাবে ক্ষেতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর কারণেই দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। এই যুক্তিকে সেই অর্থে আমল দেননি প্রদান বিচারপতি। শীর্ষ আদালত মনে করছে কৃষকদের ঘাড়ে দোষ চাপিয়ে দিল্লির দূষণকে দেখানো কেন্দ্র ও রাজ্য সরকারের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রধান বিচারপতি রামানা বলেন, 'এমনভাবে কেন দেখাতে চাইছেন যে কৃষকদের কারণেই দূষণ ছড়াচ্ছে? সেটা তো দূষণের একটি অংশ মাত্র, বাকি কী কী কারণে দূষণ হচ্ছে? আপনারা দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণেই বা কী করছেন? রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, তা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। দূষণ নিয়ন্ত্রণে আপনাদের কী পরিকল্পনা, তা জানান। দু-তিনদিনের জন্য নয়, দীর্ঘকালীন পরিকল্পনা জানান।'
দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের ২ লক্ষ মেশিনের দাবি কেন এখনও বাস্তবায়িত হল না তানিয়েও প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টের শুনানিতে।
দিল্লির বায়ুদূষণ কমাতে শীর্ষ আদালত সবপক্ষকে নিয়ে কেন্দ্রকে জরুরি ভিত্তিতে একটি বৈঠকের নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর।
Read in English
ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন