Advertisment

স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণ, ৫ দিনে তৃতীয়বার কেঁপে উঠল অমৃতসর, গ্রেফতার ৫

বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পাঞ্জাব পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Golden Temple, Golden Temple blast, Golden Temple explosion, Golden Temple latest news, loud sound near Golden Temple, Amritsar Golden Temple, Amritsar blast, Punjab blast, Amritsar explosion, Punjab Police, NIA, Golden Temple explosion latest news today,, golden temple, Golden Temple blast, Golden Temple explosion, NIA

৫ দিনে তৃতীয়বার কেঁপে উঠল অমৃতসর, স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রচণ্ড শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে অমৃতসর। স্বর্ণ মন্দিরের কাছেই প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisment

পাঁচ দিনের মধ্যে তৃতীয়বারের জন্য বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের অমৃতসর শহর। স্বর্ণ মন্দিরের কাছে ঘটছে ধারাবাহি বিস্ফোরণ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষজনের মধ্যে। পুলিশ জানিয়েছে, গুরু রামদাস ভবনের পিছনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক সপ্তাহের মধ্যে অমৃতসরে এটি তৃতীয় বিস্ফোরণ। পুলিশ জানিয়েছে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে এবং তদন্তের জন্য একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।  পুলিশ সূত্রে খবর প্রায় ৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

অমৃতসরের পুলিশ কমিশনার নৌনিহাল সিং বলেছেন, 'পুলিশ মধ্যরাতে বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছে। সন্দেহ করা হচ্ছে এটি আরেকটি বিস্ফোরণ হয়েছে। গুরু রামদাস ভবনের পিছনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি বিস্ফোরণ নাকি অন্য কোন ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে’। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স ল্যাবের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পুলিশ সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

৬ মে, স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩০ ঘণ্টারও কম সময় পরে ওই এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘন ঘন বিস্ফোরণে মানুষজন আতঙ্কিত।

Punjab
Advertisment