Advertisment

এই প্রথম লোকসভায় নির্বাচিত ৭৮ জন মহিলা, বিশ্বের নিরিখে অনেক পিছিয়ে দেশ

১৬ তম লোকসভায় মহিলা সাংসদ ছিলেন ১১ শতাংশ। ১৯৫২-এর প্রথম লোকসভায় ৫ শতাংশ মহিলা সদস্য ছিলেন (৪৮৯টি আসনের মধ্যে ২৪ জন মহিলা)। 

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha

১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফের এনডিএ সরকার। ১৭ তম লোকসভায় এবার সবচেয়ে বেশি সংখ্যক মহিলা সাংসদ। সংসদের ৫৪৩টি আসনের মধ্যে এবার ৭৮ জন মহিলা নির্বাচিত হয়েছেন ।

Advertisment

মোট সাংসদের ১৪ শতাংশ হতে চলেছে মহিলা। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক মহিলা সাংসদ পেতে চলেছে দেশ। তবে সংখ্যাটা ভারতের নিরিখে সর্বোচ্চ হলেও খুব একটা গর্ব করার মতো নয়। সারা বিশ্বে গড়ে ২৪ শতাংশ মহিলা সাংসদ থাকেন। এমন কী দক্ষিণ এশিয়ায় মহিলা সাংসদের পরিমাণ গড়ে ১৮ শতাংশ।

১৬ তম লোকসভায় মহিলা সাংসদ ছিলেন ১১ শতাংশ। ১৯৫২-এর প্রথম লোকসভায় ৫ শতাংশ মহিলা সদস্য ছিলেন (৪৮৯টি আসনের মধ্যে ২৪ জন মহিলা)।

১৭তম লোকসভায় উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হওয়া মহিলা সাংসদের সংখ্যা সবচেয়ে বেশি, ১১। সে রাজ্যে অবশ্য লোকসভা কেন্দ্রের সংখ্যাও অন্য রাজ্যের তুলনায় অপেক্ষাকৃত বেশি। পশ্চিমবঙ্গেও নির্বাচিত হওয়া মহিলা সাংসদের সংখ্যা ১১। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ বার ৪১ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছিলেন নির্বাচনে। ১৭ জন মহিলা প্রার্থীর মধ্যে ৯ জন জয়ী হয়েছেন।

আরও পড়ুন, ভারতে নিষিদ্ধ হল জঙ্গি গোষ্ঠী ‘জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ’

ওড়িশায় মুখ্যমন্ত্রী নবিন পট্টনায়ক এবছর ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছিলেন বিজেডি থেকে। ২১ টির মধ্যে ৭ টি আসনেই মহিলা প্রার্থী ছিল। এদের মধ্যে ৫ জন মহিলা প্রারথথী জয়ী হয়েছেন। বিজেপি থেকে আরও দু'জন মহিলা প্রার্থী মিলিয়ে সংখ্যাটা ৯।

ভয়াবহ লিঙ্গ অনুপাতের জন্য প্রায়শই শিরনামে আসে হরিয়ানা। সে রাজ্যে ১১ জন মহিলা প্রার্থীর মধ্যে মাত্র ১ জন জয়ী হয়েছেন।

লিঙ্গ অনুপাতে দেশের প্রথম সারিতে থাকা কেরালা থেকে নির্বাচিত হওয়া মহিলা সাংসদের সংখ্যাটা আদৌ আশাপ্রদ নয়। মাত্র ১ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছে সে রাজ্য থেকে।

সংসদে মহিলা সদস্যের প্রতিনিধিত্বের নিরিখে প্রথম বিশ্বের দেশগুলোর কথা না হয় নাই বা তোলা হল, কিউবা, রায়ান্ডা, বলিভিয়া, আফগানিস্থান, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের থেকেও অনেক পিছিয়ে ভারত। লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ার পরেও ইউপিএ অথবা এনডিএ কোনও জমানাতেই এক সাংসদের তৃতীয়াংশ মহিলা সদস্য হয়নি এখনও।

Read the full story in English

Advertisment