New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/images-21.jpg)
ফাঁস কোভিডের ব্যক্তিগত তথ্য, ভুয়ো কল থেকে সাবধান
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার তথ্য চুরি গিয়েছে।
ফাঁস কোভিডের ব্যক্তিগত তথ্য, ভুয়ো কল থেকে সাবধান
হাজার হাজার ভারতীয়র কোভিড সম্পর্কিত ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাম, মোবাইল নম্বর, ঠিকানা, কোভিড পরীক্ষার ফলাফল সব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এমনকী অনলাইনে সেই সব তথ্য পাওয়াও যাচ্ছে। এমনটাই দাবি করা হচ্ছে।সূত্রের খবর, Raid forums website ইতিমধ্যেই সেই সব তথ্য নাকি বিক্রিও হচ্ছে। এক সাইবার দুষ্কৃতী ইতিমধ্যে দাবি করেছে তার কাছে ২০ হাজার মানুষের এরকম ব্যক্তিগত তথ্য রয়েছে।
সাইবার সিকিউরিটি গবেষক রাজশেখর রাজারিয়া এনিয়ে টুইট করে লিখেছেন, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে সেই সব তথ্য বাইরে চলে এসেছে। রোগীর তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। এদিকে কো উইন পোর্টালে আপলোড করার জন্য রাখা তথ্যই ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
PII including Name, MOB, PAN, Address etc of #Covid19 #RTPCR results & #Cowin data getting public through a Govt CDN. #Google indexed almost 9 Lac public/private #GovtDocuments in search engines. Patient's data is now listed on #DarkWeb. Need fast deindex#Infosec @IndianCERT pic.twitter.com/LgQxZZi8T6
— Rajshekhar Rajaharia (@rajaharia) January 19, 2022
তবে রাজারিয়া জানিয়েছেন, এনিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। তবে কোনও ভুয়ো কলের উত্তর দেবেন না, কারণ ডার্ক ওয়েবে আপনার ডেটা বিক্রি হচ্ছে। আর এই সব তথ্যকে কাজে লাগিয়েই ফাঁদ পাতে সাইবার দুষ্কৃতীরা। সেকারণেই সতর্ক করেছেন ওই সাইবার সিকিউরিটি গবেষক। ওই তথ্যকে কাজে লাগিয়ে ভুয়ো ফোন করতে পারে প্রতারকরা। সাবধান হতে হবে এখানেই।