Advertisment

মোদীর হাত ধরেই রাম মন্দিরের প্রথম আরতি! ঘরে বসেই করা যাবে আবেদন, কীভাবে?

রাম মন্দিরে প্রতিদিন তিনবার আরতির আয়োজন করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
রাম-মন্দির, রাম মন্দির আরতি পাস, রাম মন্দির দর্শনের খবর, অযোধ্যায় রামলালার আরতি, অযোধ্যার খবর, উত্তরপ্রদেশের খবর, অযোধ্যায় রাম মন্দিরে দর্শন, অযোধ্যার খবর, modi, ram mandir

রাম মন্দিরে প্রতিদিন তিনবার আরতির আয়োজন করা হবে।

পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হয়েছে রাম লালার নতুন মূর্তি। ৫১ ইঞ্চি উচ্চতার সেই মূর্তিটি কর্নাটক থেকে আনা বিশেষ ধরনের পাথর কেটে তৈরি করেছেন রাজস্থানের শিল্পীরা। নতুন রাম মন্দির তৈরিতে নির্মাণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের এক কর্তা বলেন, প্রতি বছর রামনবমীতে রামলালার মাথার উপর সূর্যের কিরণ এসে পড়বে। এমনভাবেই ডিজাইন করা হয়েছে মন্দিরের।

Advertisment

তথ্য অনুযায়ী, রাম মন্দিরের গর্ভগৃহে নতুন মূর্তির সঙ্গে রামলালার পুরনো মূর্তিও স্থাপন করা হবে। নতুন মূর্তিটির নাম হবে অচল মূর্তি, আর পুরনো মূর্তির নাম উৎসবমূর্তি। সমস্ত উৎসব শোভাযাত্রায় শুধুমাত্র উৎসবমূর্তি রাখা হবে। নতুন মূর্তি সর্বদা ভক্তদের গর্ভগৃহে দেখার জন্য রাখা থাকবে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে রাম মন্দিরে যে নতুন রামলালার মূর্তি স্থাপন করা হবে তা হবে বিশ্বের সবচেয়ে অনন্য মূর্তিগুলির মধ্যে একটি। প্রাণ প্রতিষ্ঠার পর গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি।

রাম মন্দিরে প্রতিদিন তিনবার আরতির আয়োজন করা হবে। এর জন্য বুকিং শুরু হয়েছে ২৮ ডিসেম্বর থেকে। আরতি হবে সকাল ৬.৩০ মিনিটে, দুপুর ১২টায় এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে হবে। প্রতিটি আরতিতে সর্বোচ্চ ৩০ জন ভক্ত অংশগ্রহণ করতে পারবেন। শ্রী রাম জন্মভূমি মন্দিরের পোর্টাল থেকে আরতির জন্য অনলাইন পাস তৈরি করা হচ্ছে। অনলাইনে আবেদনের পর অযোধ্যার কাউন্টার থেকে পাসের হার্ড কপি নিতে হবে। ভক্তরা আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে বুকিং করতে পারেন।

সেকশন ম্যানেজার ধ্রুবেশ মিশ্র বলেন, নিরাপত্তার কারণে বর্তমানে আরতির জন্য সীমিত পাস দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। রামলালার প্রথম আরতিও করবেন প্রধানমন্ত্রী মোদী।

বৈদিক আচার্যদের তিনটি দল রাম লালার অভিষেক অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, কাশী সহ বিভিন্ন প্রান্তের ১২১ জন আচার্য ২২ শে জানুয়ারির অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠান পরিচালনার জন্য তিনটি দল গঠন করা হয়েছে।

Ram Temple
Advertisment